* * | ឍ | বলিলেন, স্থা ঠিক বিবেচনা করিয়াছ। উছার, বিলোকম দ্বারা যে মনে মনে অপরিমেয় সুখ সম্ভোগ করিতেছে,তাহ অপাঙ্গবিষ্কারিত ও মুকুলিত লোচনভঙ্গী দ্বারাই বিলক্ষণ বুঝিতে পারিয়াছি। তাহার এইরূপ বিতর্ক করিতে লাগিলেন । মদয়ন্তিকও সেই লোকের সহিত যাইতে যাইতে বুদ্ধরক্ষিতাকে কছিলেন, সখি! আবার কি ঐ প্রাণপ্রদ কমললোচনকে দেখিতে পাইব ? সে বলিল, যদি দৈব অনুকূল হন, তবে দর্শনলাভ অসম্ভাবিত কি। এই রূপ কথাবাৰ্ত্তায় উভয়ে সানন্দমনে ভবনে প্রস্থান করিলেন। মাধব, মালতী-প্রত্যাশায় নিতান্ত নিরাশ হইয়া একবারে ম্ৰিয়মাণ হইলেন । মনে মনে কহিলেন, ছে মৃণালত ভূচ্ছিড়র আশাতন্তু! তুমি চির দিনের মত ছিন্ন হও ; হে গুরুতর অধিব্যাধি ! এক্ষণে তোমরা নিরবধি । তামার মনে বিশ্রাম কর ; হে নৈরাশ্য ! তুমি এক্ষণে সহাস্য আ স্যে আমাকে সম্ভাষণা কর ; হে হৃদয় । তুমি আপনার আসমীক্ষ্যকারিতার ফল তনুভব কর ; ছে অধীরতা তুমি অব্যাজে আমার শরীররাজ্য অধিকার কর । হে বিধ ত: ! তুমি সুস্থ হও ; হে মদন ! তুমিও ক্ল তকাৰ্য্য হও । অপর তোমাদিগের দেয কি, আমি অসেীভাগ্যশালী ; যখন অসুলভ প্রিয়তম সমগ্রীর আশা করিয়াছি, তখনই নৈরাশ্য অবলম্বন স্থির হইয়াছে। যে সমুচিত প্রতিফলের জন্য অমৃতাপ করি না। কিন্তু নন্দনে বাগানের কথা শুনিয়া প্রিয়তমার মুখ শোভা যে উঘাকালীন ষর চন্দ্রের ন্যায় মলিন হইয়াছিল, সেই ভাবই
পাতা:মালতী-মাধব.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।