পাতা:মালতী-মাধব.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । পঞ্চম অঙ্ক | নগরী মধ্যে প্রবেশিয়। মকরম কাৰ্য্যন্তরে ব্যাসক্ত হইলেন, মাধবও শ্মশান বাসের সংকল্প দৃঢ়তর করিয়া তদিবসের অপরান্ত্রে নগর সন্নিহিত মহতী শ্মশানভুমি লক্ষ্য করিয়া চলিলেন । কুটিল কেশ উন্নত করিয়া বঁধিদেন, তালিলতা হন্তে লইলেন এবং অতি গম্ভীরবেশে শ্মশান দেশে প্রবেশিলেন । মনস্তাপে, তাহার নীল কমল সদৃশ কলেবর পৃষর , চরণদ্যাস স্থলিত ও মুখ সকলঙ্ক শশাস্কের ন্যায় মলিন ; কিন্তু সাহস তাপর্যাপ্ত এ চরূপে তিনি সমাহিত সম্পদনে চলিলেন ; ক্রমে সন্ধ্যাকাল অতিবাহিত হইল । নভোমণ্ডলের প্রান্তভাগ নীলবর্ণ তমঃপুঞ্জে তারত হইতে লাগিল। দিবাকরের প্রভাবে পেচক ও অন্ধকার গিরিগুহা প্রভৃতি নিভৃত দেশে ছিল, এক্ষণে যেন ভীতের ন্যায় শনৈঃ শনৈঃ বহির্গত হইতে লাগিল। উন্নতানত স্থান সকল ক্রমে সমতল বোধ হইতে লাগিল । রজনীর প্রারম্ভে বন ক্রমে ক্রমে এরূপ নীলবর্ণ হইল, যেন বাতাবেগে ধূমস্তোম সাসিয়া সমস্ত রুদ্ধ করিয়া দিল । বসুমতী দিবাভাগে প্রখর সুর্য্যরশ্মিতে সন্তপ্ত ছিলেন, এক্ষণে যেন নীল তমঃ