૪૨ গঙ্কম তাঙ্ক । প্রদেশে চিতাগ্নি ধৰ্ম্ম ধগ করিয়া জ্বলিতেছে। জ্বলন্ত মৃত দেহ হইতে নান বর্ণ জল বিনিঃসৃত, মাংস সকল প্রচলিত, অস্থি সকল সন্ধিস্থলিত, বশী রাশি বিগলিত ও বেগে মজধারা প্রসারিত হইতেছে। প্রেতভোজীর চিত হইতে ঐ সকল ধূমপরিব্যাপ্ত অংশ লইয়া পরমানন্দে খাইতেছে। পিশাচাঙ্গনাদিগের প্রাদোষিক প্রমোদ কি ভয়ঙ্কর ৷ শবের অন্ত্রই তাহদের মঙ্গলমালা, শবহস্তই কর্ণকুণ্ডল, শবহৃৎপিণ্ডই পুওরীক মালা এবং শোণিতপঙ্কই কুমেলেপ হইয়াছে। তাহারা স্ব স্ব কান্ত সমভি ব্যাহারে নরকপাল পান-পাত্রে মজ্জা-শোণিত সুরা পান করিয়া প্রীত হইতেছে। মাধব অকুতোভয়ে তাদৃশ ভীষণাকার শ্মশানে পরিভ্রমণ করিয়া, পরিশেষে পুরোবন্তী তত্র ত্য নদী সন্নিধানে উপস্থিত হইলেন। দেখিলেন, কুঞ্জ কুটারস্থিত পেচককুলের চীৎকার ও জতুককাদম্বের প্রকাও চওরব দ্বারা নদীর তটভাগ অতীব ভয়াবহ। প্রবাহ মধ্যে শীর্ণ ও গলি ত শবকঙ্কালে বারি সংরোধ বশতঃ ঘোর ঘর্ঘররবে স্রোতোনির্গম ৷ হইতেছে। মাধব, এই রূপে সমস্ত শ্মশানে পরিভ্রমণ ও তাদৃশ ভীষণ বিভীষিকা দেখিয়া কিঞ্চি ত্ৰ ভাত বা সঙ্কুচিত হইলেন না, প্রত্যু ত মালতী বিষরিণী চিন্তায় একান্ত নিবিষ্টমনাই রছিলেন ; ভাবিতে লাগিলেন, আহ। কুরঙ্গনয়ন প্রিয়তমার কি মনোহর ভাব ! প্রণয় রসাপ্লিষ্ট স্নেহপূর্ণ অমুরাগময় সেই স্বভাবমধুর ভাব দর্শন আব
পাতা:মালতী-মাধব.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।