পাতা:মালতী-মাধব.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম’ল?ীমাধব । *4 r জাগরিত হইয়। সেই রাত্মাদিগের ভাবদর্শনেই দুষ্ট অভিসন্ধি বুঝিতে পারিলেন । একে ত প্রিয়সমাগমে নিরাশ্বাস, তাহাতে আবার এচ অনৰ্থপাত উপস্থিত । তাছার চিত্ত যে কেমন ব্যাকুল হইল, তাহt তিনিই বুলিতে পারিলেন । ভাবিলেন, হতভাগিনীর কি দুরদৃষ্ট । ন নিজ মনোরথই সফল হইল, ন পিতার মনোরথই সফল হইল , অবশেষে পাষগু চওলের হস্তে প্রাণ যায়। এই ভাবিতে ভাবিতে এই বলিয়া মুক্ত কণ্ঠে রোদন করিতে লাগিলেন, হে নির্দয় পিতঃ ! দেখ এখন তোমার সেই নৃপতিদন্তোষ সাধনের উপকরণ সামগ্রী বিনষ্ট হইয়া যায়। মাধব সন্নিহিত ছিলেন, হঠাৎ ঐ করুণধুনি শ্রবণে বিতর্ক করিতে লাগিলেন, বিকল কুররীরোদনের ন্যায়, কি শব্দ কর্ণকুহরে প্রবেশ করিল। এ স্বর যেন পরিচিত ও একান্ত হৃদয়গ্ৰাছী । শুনিবণমাত্র অন্তঃকরণ ভগ্ন ও ব্যগ্র ছইল, অঙ্গ সকলও অবশ ও স্তব্ধ হইল, গতি স্খলিত হইতেছে । কেনই বা এমন হয়, এ কি! কিছুই যে বুঝিতে পারি না। করালার আয়তন হইতে এ করুণ স্বর উচ্চারিত হইতেছে, ঈদৃশ অনিষ্টকর ব্যাপার সেই খানেই ঘটিতে পারে । বাছা হউক, দেখিতে হইল এই বলিয়। সেই দিকেই চলিলেন । দূর ছইতে শুনিলেন, হ৷ তাত ! সেই তোমার নৃপতিসন্তোষ সাধনের উপকরণ সামগ্ৰী বিনষ্ট হইয়া যায়। হা স্নেহময়ি জননি । আমার ভাগ্যে তুমিও স্নেহশূন্য হইয়াছ। ছ। ভগবত কামদকি! তুমি মালতীগতপ্রাপা, মালতীর শুভ সাধনই তোমার এক R