পাতা:মালতী-মাধব.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । ১৬৭ পরিত্রাণ পায়। তা|মর শরণাপন্ন, প্রসন্ন হও ও অামাদিগের অভীষ্ট সিদ্ধ কর, এই বলিয়া পুনৰ্বার ভক্তিভাবে প্রণাম করিল | মাধব সত্বরে উপস্থিত হইয়া, দেখিয়া বলিলেন, হা কি প্রমাদ ! ব্যাঘ্রদ্বয়ের মধ্যে নিপতিত মৃগীর ন্যায় আদ্য প্রেয়সী দুরাচার পাষও চণ্ডালদিগের হস্তে নিপতিত । ভূরিবহু-তনয়৷ মৃত্যুর মুখে রহিয়াছেন। ছ। কি দুঃখ । কি সৰ্ব্বনাশ । বিধা তার কি নিস্করুণ কৰ্ম্ম ৷ কপালকুণ্ডল মালতাঁকে বলিল ভদ্রে ! তোমার যে কেহ আত্মীয় স্বজন থাকে স্মরণ করিয়া লও। দারুণ ক্ল তান্ত তোমার জন্য অতি রাগান্বিত । অমনি মালতীর মাধবকে মনে পড়িল । তিনি ক্ৰন্দন করত বলিলেন হে হৃদয়বল্লভ নাথ মাধব ! আমি পরলোক গমন করিলেও তুমি স্মরণ করিও । মরিলেও যাহার প্রিয়জনে স্মরণ করে, সে জীবিতই থাকে। কপালকুণ্ডল কহিল আছ এ হতভাগিনী মাধবে অযুরক্ত । অবোরঘণ্ট কহিল, যা হউক, কাটিয়া ফেলি । ভগবতি : মন্ত্রসাধনের পূর্বে পূজা মনন করিয়াছিলাম, অনিয়াছি, গ্রহণ কর, এই বলিয়া খঙ্গ উত্তোলন পূর্বক ছেদন করিতে উদ্যত হইল। মাধব তৎক্ষণাৎ উপস্থিত হইলেন ও অমাত্যতনয়াকে নিজ ভূজপঞ্জরে নিক্ষিপ্ত করিয়া কছিলেন, তারে চুরাত্মন! মরিলি দূর ছ। মালতী সহস! মাধবকে দেখ্রিয়া, নাথ ! রক্ষা কর, বলিয়া ধরিলেন। মাধব কহিলেন, ভদ্রে । ভয় নাই; স্নেহপরতন্ত্র হইয়া মরণশঙ্কা পরিত্যাগ পূর্বক তোমার সেই