পাতা:মালতী-মাধব.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r ^१*भ कफ ।به সাহী নাথ পুরেবত্তাই রহিয়াছে। সুন্দরি । কম্প পরি. ত্যাগ কর । এই দুরাত্মার চিরসঞ্চিত পাপ অদ্য ফলোমুখ হইয়াছে ; এই দেখ এখনিই তাছার উৎকট ফল অমুভব করে। অঘোরঘণ্ট কছিল, তাঃ এ একটা কি পাপ আসিয়া আমাদিগের বিঘ্ন করিতে লাগিল। কপালকুণ্ডল৷ বলিল জান না, এ কমন্দকীর সুহৃৎপুত্র, নাম মাধব, এই শ্মশানে বাস করে । মাধব সাশ্রলোচনে জিজ্ঞ।সিলেন, ভদ্ৰে ! এ কি বিষম কাও উপস্থিত ? মালতী কিঞ্চিৎ আশ্বাসিত হইয়া কহিলেন, মহাভাগ! আমি কিছুই জানি না, এই মাত্র জানি, উপরি অলিন্দে নিদ্রিত ছিলাম, এই খানে জাগরিত হইলাম। তুমি কোথা হইতে উপস্থিত ? তিনি লজ্জনসমুখে কহিলেন, ভদ্রে ! তোমার পণিপঙ্কজ । পরিগ্রহ করিয়া জন্ম সফল করিব, এই আগ্রহ যখন বিফল হইল দেখিলাম, তদবধি মনের নির্বেদে শ্মশানবাস ংকপ করিয়া এই খানে ভ্রমণ করিতেছি, ইতি মধ্যে তোমার রোদন শুনিয়া উপস্থিত হইলাম। আমৃত্য-তনয়৷ শুনিয়া ভাবিলেন, ছয় ইনি আমার নিমিত্ত এত দূর স্বীকার করিয়াছেন । আমি কি কঠিন ! অট্টালিকায় তানায়াসে নিদ্রিত ছিলাম। তখন মাধব ভাবিলেন, শাস্ত্রে যে কাকতালীয় অসম্ভাবিত ঘটনা বলিয়া থাকে, সে এই । যাহা হউক, সংপ্রতি প্রিয়তম রাহুগ্ৰস্ত শশিকলার ন্যায় এই দুরভ দ্যুর খড়ামুখে নিপতিত। ইহাকে মুক্ত করিতে হুইবেক বলিয়া, আমার মন আতঙ্কে