ག ༠ পঞ্চম অঙ্ক । দিয়া যুগপৎ বলিতে লাগিল, অয়ি ভীরু ! ধৈর্য্যাবলম্বন কর ; এ পাপ নিহত হইল। ভয় কি, করিকুম্ভভেদী সিংহের মৃগযুদ্ধে পরাভব হয়, ইহা কি কেহ কখন দেখিয়াছে ? এইরূপে পরস্পরের বাকুযুদ্ধ হইতে লাগিল । এ দিকে অমা ত্যভবনে সহসা মালতী নাই, দেখিয়৷ হুলস্থূল হইয়া উঠিল। সকলে হাহাকার করিতে লাগিল । অন্বেষণকারী লোকজনের কোলাহলে নগর তাচ্ছন্ন হইল। কামন্দকী ভুরিবয়কে আশ্বাস দিয়া কহিলেন, ভয় নাই। সৈন্যের শীঘ্ৰ যাইয়া করালয়তন অবরুদ্ধ করুক। এরূপ অদ্ভুত ভীষণ কৰ্ম্ম অঘোরঘণ্ট ভিন্ন অন্যের নহে। বোধ হয়, করল। দেবীর উপহারের নিমিত্তই সে এই কাজ করিয়াছে। এই বলিব|মাত্র অস্ত্রধারী পুরুষের করালার আয়তন অবরুদ্ধ করিল। তখন কপালকুণ্ডলা কছিল, ' আমরা অবরুদ্ধ হইলাম, এক্ষণে বিশেষ পরাক্রম প্রকাশ আবশ্যক। মালতী, হা তালঃ হা মাত ! হা ভগবতি । বলিয়া রোদন করিতে লাগিলেন। তখন মাধব অন্বেষণকারী লোকজন দেখিয়া মালতীকে সুস্থির করিবার তাশয়ে সেই দিকে প্রেরণ করিলেন । পরিশেষে অব্যগ্র হৃদয়ে কাপালিকের সহিত ঘোরতর সমর করিতে প্রবৃত্ত হুইলেন। মাধব ও অঘোরঘণ্ট পরস্পরে বলিতে লাগিল, তাঃ কি পাপ ! আমার এই অসিলত। তোর কঠোর অস্থি প্রতিঘাতে প্রতিদ্বনিত হউক, মাংস পিণ্ডে পঙ্কের ন্যায় অপ্রতিস্থত বেগে সঞ্চরণ করুক এবং তোর শরীর খণ্ড খণ্ড হুইয়া বিভক্ত হউক। এই
পাতা:মালতী-মাধব.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।