পাতা:মালতী-মাধব.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । श% द्धाश् | কপালকুণ্ডল মাধবের তদানীন্তন বলবীৰ্য্য দর্শনে কিছু করিতে না পারিয়া পরিশেষে এই বলিয়া গৰ্জ্জিয়া বেড়াইতে লাগিল, রে দুরাত্মন মাধব ! তুই মালতীর নিমিত্ত আমার গুরু হত্যা করিলি এবং প্ৰহারোদ্যত দেখিয়া আমাকেও অবজ্ঞা করিলি ; অতএব এই কপালকুওলার কোপের ফল অবশ্যই তোকে এক কালে ভোগ করিতে হইবে। দেশ, ভূজঙ্গবিনাশের । পরও যখন বৈরনির্যাতনে তৎপর থাকিয়া বিষদন্ত ভুজঙ্গী তাছার দংশনের নিমিত্ত নিয়ত জাগরক থাকে, তখন কি আর সেই ভুজঙ্গহস্তার শান্তি আছে ? এই বলিয়া কপালকুণ্ডল। মাধবের অনিষ্টচেষ্টায় নিয়ত ছিদ্রান্বেষণ করিতে লাগিল । এ দিকে মালতীকে জীবিত পাইয়৷ তামত্যভবনে আনন্দের পরিসীমা রছিল না। ক্রমে বিবাহের দিন আসিয়া উপস্থিত। সকলে পুলকিতমনে বিবাহের উদ্যোগ করিতে লাগিল । ও দিকে নন্দনের ভবনে যাবতীয় বিবাছোচিত অনুষ্ঠান হইতে লাগিল। রথ্যা সংস্কার, حي পতাকা ও মঙ্গলকলম প্রভৃতিতে নগর সুশোভিত হইল ।