*y ম!লতীমাধব । চিন্তা করিতে লাগিলেন, প্রিয়সঙ্গীর মনোবেদন অদ্য অমুকুল, জানেন না বলিয়া কতই কাতরতা প্রকাশ করিতেছেন । তাহারা পরস্পর এইরূপ চিন্তা করিতেছেন, ইতি মধ্যে প্রতিহারী পেটক ছন্তে প্রবেশিয়া বলিল, ভাবতি । অমাত্য আদেশ করিলেন, “এ অতি মঙ্গল স্থান, এই ভূপতিপ্রেরিত পরিণয়োচিত অলঙ্কারে দেবতার সম্মুখেই মাল তাকে অলঙ্ক ত করিতে হুইবে ।" এই ধবল পট্টবসন, এই লোহি তবর্ণ উত্তরীয়, এই সর্বাঙ্গের আভরণ, এই মোক্তিক হার এবং এই চন্দন ও কুসুমভিরণ দিয়াছেন, গ্রহণ করুন | পরিত্রাজিক, এ সব পরিলে মকরন্দকে পরম সুন্দর দেখাইবে এই ভাবিতে ভাবিতে প্রতিহারীকে বিদায় করিলেন। তানন্তর লবল্পিকাকে কহিলেন, বংসে ' ' তুমি মালতীর সছিত দেবমন্দিরে প্রবেশ কর, আমি ভক্ত ক্ষণ একান্তে বসিয়া শাস্ত্রসংবাদানুসারে আভরণের রত্নসকল বিবাছোচিত কি না পরীক্ষা করি, এই ছল করিয়! তিনি অন্যতম প্রদেশে গমন করিলেন। মালতীও লবঙ্গিক মাত্ৰ সহায়ে দেবগুহে প্রবেশ করিলেন । মাধব ও মকরন্দ এক স্তম্ভে অপবারিতশরীর হইয়। রছিলেন ; কেবল লবদিকাই জানিতে পারিল। দেবতাসমীপে উপনীত হইয়া লবঙ্গিক বলিল,বয়স্যে। এই শুভ বিবাহ কৰ্ম্মে কল্যাণ সম্পত্তির নিমিত্ত জননী তোমাকে দেবার্চনীয় প্রেরণ করিয়াছেন ; এই অঙ্গরাগ ও কুসুমমালী লও। তিনি বললেন, সখি! আমি একেই
পাতা:মালতী-মাধব.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।