পাতা:মালতী-মাধব.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ অস্ব । ११ দারুণ দৈব চৰ্ব্বিপাকে দগ্ধ হইতেছি, তাহার উপর আবার মর্যাচ্ছেদ কথা তুলিয়া কেনই হতভাগিনীকে সমধিক যাতনা দাও । আর কি বলিব, আমার দুর্লভ জনে অনুরাগ, কিন্তু ভাগ্য নিতান্ত বিসম্বাদী, এ ক্ষণে যাহা বলি শ্রবণ কর। প্রিয় সখি লবঙ্গিকে ! তুমি আমার জীবিতাধিক সহোদরা ; তোমার এই অনাথ আশরণা প্রিয়সখী এখন মরণে একান্ত অধ্যবসায়িনী ; তাজন্ম নিরন্তর উপকার দ্বার। তুমিই আমার অতিমাত্র বিশ্বাস ও প্রণয়পায়, এক্ষণে তোমাকে আলিঙ্গন করিয়া সেই বিশ্বাস ও প্রণয়ের সমুচিত এই প্রার্থনা করি, যদি আমার প্রিয় কার্য্য প্রিয়সপীর কৰ্ত্তব্য ছয়, তবে আমি মরিলে আমার ছষ্টয়া, তুমি সেই আনন্দপূর্ণ মঙ্গলময় প্রিয়তমের মুখারবিন্দ অবলোকন করিবে। এই বলিয়। লবঙ্গিককে তালিঙ্গন পূর্বক বারিধারা পরিপূরিত লোচনে রোদন করিতে লাগিলেন। ওদিকে মকরদ কছিলেন, সখে ! শুনিলে ? তিনি কহিলেন বয়স্য ! প্রিয়ার বচনামৃত পান করিয়া, মানজীব কুসুমবিকসি ত হইল, শরীর সুশীতল হইল, ইন্দ্রিয় সকল বিমোহিত হইল, হৃদয় আনন্দিত ও রসে দ্রবীভূত হইল! পুনরায় মালতী বলিতে লাগিলেন, সখি ! তার এক প্রার্থনা করি, শুন । আমি পরলোক গমন করিয়াছি শুনিয়া, সেই জীবিত প্রদায়ী জীবিতেশ্বরের শরীররত্ব যাহাতে পরিহীন ও বিবর্ণ না হয়, আর তামার স্মরণ মনন দ্বার ঔদাসীন্য অবলম্বন করিয়া যাহাতে তিনি উত্তরকালে লোকযাত্রায় শিথিল প্রঘতু না হন, তাহ।