ግby মল ম:ধব । করবে। তোমার এই অমুগ্রহ হইলেই আমি চরিতার্থ হট । মকরন্দ শুনিয়া অত্যন্ত করুণাবিষ্ট হইলেন এবং কহিলেন মিত্ৰ ! হরিণলোচন নিরাশ ও কাতর হইয়া স্নেহ ও মোহবশতঃ যে সকরুণ মনোহর বিলাপ করিতেছেন, তাহা শুনিয়া চিন্তা, বিষাদ, বিপদ ও মহোৎসব যুগপৎ আবিভূতি হইতেছে। ওদিকে লবঙ্গিক এই বলিয়া গ্রবেধ দিতে লাগিলেন, জীবিতাধিকে ! তোমার অমঙ্গল অচিরে দূরীভূত হইবে, আর ও সব কথা বলিও না, কষ্ট বোধ হয়, আমি আর শুনিতে পারি না । তিনি কহিলেন, সখি ! বুঝিলাম, মালতীর জীবনই তোমাদের প্রিয়, মালতী প্রিয় নয়। কেন না, নানা কথা কহিয়া অন্য আশা দিয়া আমাকে জীবিত রাখিবে এবং সেই মুণাকর ব্যাপার অনুভব করাইবে ; অতএব এখন আমার এই বাসনা, যে পরোক্ষে সেই মহাত্মার গুণকীৰ্ত্তন দ্বারা নিরপরাধ হইয়া জীবন বিসজ্জন করিব, এই বলিয়া লবঙ্গিকার চরণে পতিত হইলেন । তখন মকর মদ কহিলেন, সথে ! যাহাকে প্রণয়ের সীমা কহে, সে এই ৷ ইত্যবসরে লবঙ্গিক মাল তীর অজ্ঞাতসারে সংগোপিত মাধবকে সংজ্ঞাপূর্বক আহান করিলেন। মাধবও মকরদের উপদেশানুসারে লবসিক স্থানে দণ্ডায়মান হুইলেন , ভয়ে তাহার শরীর কপিতে লাগিল । মকরন্দ উহাকে সন্নিহিত মঙ্গলের পূর্ব লক্ষণ বলিয়। প্রবোধ দিলেন । লবন্ধিক তথা হইতে অপসৃত হইল, মালতী একতান মনে অধোমুখী ছিলেন, কিছুই জানিতে পারি
পাতা:মালতী-মাধব.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।