ਅਲੈ *ਂ । in, ༢། ། তাঁকে সম্বোধন করিয়া কহিলেন, “ধন, প্রাণ, আত্মীয়, স্বজন প্রভৃতি যে কিছু স্ত্রীদিগের ভৰ্ত্তাই সে সমস্ত ; এবং পুরুষদিগেরও ধৰ্ম্মপত্নীই প্রিয়তম মিত্র, সমস্ত বান্ধবের সমষ্টি দ্বিতীয় দুৰ্লভঙ্গীবন ও অসাগরেৎপন্নরত্ন স্ত্রী পুরুষ, যেমন পরস্পর পণয়ের অতিীয় আধার, সংসারে তেমন আর কিছুই নাই। পরম্পর সুখ বি তরণ করা র্তাহাদিগের উদ্দেশ্য, পরস্পর প্রণয়রত্বের বিনিময় করাই গহীদের কার্য্য এবং পরস্পর অভিন্ন চিত্তরতি হু ওয়াই র্তাহীদের সম্বন্ধ । দম্প তীর, পরস্পর নাম শ্রবণ করিলে শরীর পুলকিত হয়, পরস্পরের মুখচন্দ্র দর্শন করিলে মুখসিন্ধু উচ্ছলিত হইয়া উঠে। দম্পতী প্রণয়পাশে সংযত থাকিয়। যিনি কালহরণ করিতে পারেন, এই ভূমণ্ডলে তিনিই যথার্থ সুখী । যাহারা দম্প চাপ্ৰণয় রসে ৰঞ্চিত, তাহাদের নীরদ জীবন জীবনষ্ট নহে। কি নানা গৃহসামগ্র পরিপূর্ণ সুরম্য হৰ্ম্ম, কি মনোহর মহার্ঘ্য বদন ভূষণ, কি বিবিধ সুস্বাদ স্বরস অন্নপান, কি অতুল यभगष्ट्र , দম্প তী প্রণয় না থাকিলে কিছুতেই সুখী করিতে পারে না । যেখানে স্বীপুরুষের প্লেস্, সেখানে শূন্যগৃহও ধনরত্ব পরিপূর্ণ, বিযম বিপত্তিও পরম উৎসব এবং এই ভূলোককেই পরমসুখাস্পদ স্বৰ্গলোক বলিয়া প্রতীতি জন্মে। অতএব তোমরা পরস্পর অবিচলিত স্নেহ ও সপ্তাবে লোকযাত্র বিধানের গম্ভবত্তী হও, বন্ধুজনের মনে আনন্দ বিতরণ কর এবং চির দিন অপার সুখসাগবে সন্তরণ কর।” এই উপদেশ দিয়া কমন্দকী নিল্পক্স
পাতা:মালতী-মাধব.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।