• ? ম{ল ৰীমাধব । হইলেন। মালতী ও মাধব লজ্জানম ও প্রীতিবিকসিত মুখে তদীয় বাক্য গ্রহণ করিলেন । অনন্তর কামন্দকী কছিলেন, "বৎস মকরক্ষা ! তুমি এই পেটকস্থিত মালতীর বৈবাহিক বেশভূষায় সুসজ্জিত হইয়া নিজ পরিণয়কাৰ্য্য সম্পন্ন কর।” মকরনদ যে আজ্ঞা বলিয়া মঞ্জুমা গ্রহণ পূর্বক যবনিকার অন্তরালে গিয়া নেপথ্যগ্রহণ করিতে লাগিলেন । মাধব কহিলেন, “ভাবতি ! এ কৰ্ম্মে বয়স্যের বহু অনৰ্থপাতের সম্ভাবনা আছে।"তিনি কহিলেন, “আঃ তোমার সে চিন্তায় কাজ কি ? যাছা হইবে আমিই জানি।” ইতি মধ্যে মকরন্দ,“বয়স্য! মালতী হইলাম বলিয়া হাসিতে হাসিতে উপস্থিত হইলেন । সকলে কৌতুকবিকলিত নেত্ৰে দেখিতে লাগিলেন। মাধব মকরনকে তালিঙ্গন করত পরিহাসভাষে কহিলেন, ভাবতি! নন্দন কি পুণ্যবান! · ইনি আমার প্রিয়া, এই বলিয়। যে মনে ক্ষণকালও অতিমান, তাম্বাও অসাধারণ সৌভাগ্যের কৰ্ম্ম কামনাকী কহিলেন, “বৎস মালতী মাধৰ ! এক্ষণে তোমরা দেব মন্দির হইত্তে নির্গত হইয়া তরুকানন দিয়া তামার আশ্রমসন্নিহিত রক্ষবাটিকায় গমন কর। তথায় বিবা tছর দ্রব্যঞ্জীত সমুদায় প্রস্তুত ; যাইয়। বরঞ্জকাৰ্য্য সম্পন্ন কর এবং তথায় মকরদও মদয়ন্তিকার তাগমন পর্যন্ত প্রতীক্ষণ করিবে ।" মাধব, মঙ্গলের উপরি মঙ্গল হইবে, ভাবিয়া অত্যন্ত গ্ৰী ত হইলেম । কলম্বংস কছিল, আমাদিগের ভাগ্যে কি এমন ঘটিবে ? মাধব উত্তর দিলেন, “তাহতে কোন সন্দেছ করিতে হইবে না ।"
পাতা:মালতী-মাধব.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।