এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট।
৬৭
পরে বাপ্পা মন্দালিককে নিহত করিয়া তাহার রাজ্য গ্রহণ করেন।”
এই উক্তিতে বাপ্পাই মিবারের আদিরাজ। অথচ টড যখন রাণদিগের ইতিহাস প্রদান করিতেছেন তখন গুহাকেই মন্দালিকের হন্তারক ইদর রাজ ধরিয়া উল্লেখ করিতেছেন। কেবল তাহাই নহে, এই উল্লেখস্থলে আবার আবুল ফজেলের দোহাই দিয়াছেন।[১] অথচ আবুল ফজেল যে এ সম্বন্ধে কি বলেন তাহা পাঠকগণ আগেই দেখিয়াছেন তাহাতে বাপ্পা ছাড়া গুহার নাম নাই। সুতরাং এ সমস্যা ভাঙ্গে কিরূপে? বান্ধব পত্রিকার ‘বনপুত্র’ লেখকের ন্যায় যদি
- ↑ At this period Edur was goverened by a chief of the savage race of the Bhil; his name, mandalica. The young Goha frequented the forests in company with the Bhils whose habits better assimilated with his daring nature than those of the Brahmins. He became a favourite with the vena-pootras, or “children of the forest,” who resigned to him Edur with its woods and mountains. The fact is mentioned by Abul Fuzil, and is still repeated by the bards, with a characteristic version of the incident, of which doubtless there were many.
Tods Rajasthan P. 221.