পাতা:মিলটনকৃত কাব্য - প্রথম খণ্ড.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পুস্তকের সুচিপত্র । প্রথম পুস্তকে প্রথমতঃ মনুষ্যের পতন বিষয়ক সংক্ষেপ বর্ণন এবং তিনি যে সুখদ উদ্যানে স্থাপিত হইয় তৎভৌম স্বর্গভ্রষ্ট হয়েন তদ্বিষয়ক বর্ণনা তৎ পরে তাহীর পতনের প্রধান কারণ সপ বা সপৰূপ ধারী শয়তান অনেক দূতগণকে আপন কর্তৃত্বাধীনে আনিয়া ঈশ্বর বিরুদ্ধাচারী হুইবাতে প্রভু পরমে শ্বরের অনুজ্ঞাক্ৰমে তাহার স্বদল সম্বলিত স্বৰ্গহই তে তাড়িত হইয়া মহাগভীর কুণ্ডে পতিত হওন বিষয়ক সংক্ষেপ ধর্ণনা তদনন্তর শয়তানের আত্মী য় সঙ্গি দল সক্তিত নরকে পতিতাবস্থার সংক্ষেপ বর্ণন সেই নরক জগতের মধ্যস্থিত মহে । যেহেতুক এমত কথিত আছে যে তৎকালে স্বৰ্গ ও পৃথিবী স্বস্ট ও শাপগ্ৰস্ত হয় নাই ) কিন্তু সেই নরক অতি ঘোর তিমিরাচ্ছন্ন স্থানে, তাহার প্রকৃত নাম পঞ্চী কৃত, শয়তন তথায় স্বীয় দল সম্বলিত বিস্ময়াপন্ন ও বজ্রাঘাতে জঞ্জরীভূত হইয়া প্রজ্বলিত অনলকু ণ্ডে পতিত থাকিয় কিয়ৎকাল পরে সুচ্ছ ভঙ্গে