পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? S) রাত্রে তোমাকে যেতে দিই । [ সন্ন্যাসী দাসকে উঠাইতে অনেক চেষ্টা ] এ কি ? ও যে আর উঠে না । মদন—ওর কেবল চালাকি। তামাসা দেখবেন । [ সন্ন্যাসীর পায়ে চাদর বাধিয়া ] এইভাবে টেনে নিন। রাধা—[ টানিতে আরম্ভ ] সন্ন্যা–কুইক, বি কুইক, জলদি চালাও । [ বাধাকাস্তের সন্ন্যাসী দাসকে লইয়া প্রস্থান ] মদন—মাতাল কি অব কথায় জব হয় । এখন বেটা গিয়ে পথে আচ্ছ গোল বাধাবে । নয়ন—আমরা তো ঘবে আছি । তাতে আর ভয কি ? জামাই সেদিন বড় চালাকি করে গেছে । মদন-তুমিই আজ কম কি কল্পে, কাপড় দিয়েছি পূজার সময় । দোকানী কড়া কথা বল্পে আজি । সাজিয়ে ছিলে তো মন্দ নয়। তোমায় চেনা ভার । নয়ন—তুমি কি ? বাছা তুমি ত কম নও, যার খাও তারই গুণ গাও, দেখ তো তোমাব অসাধ্য কি আছে ? মদন-শ্বাশুড়ি । বাবু তে কিছু টের পান নেই। নযন – পেলেই কি ! আমি তো ঘরেব মাগ নই যে ভয় করে ডরিয়ে চলব। এত কি ? আসে লক্ষ্মী, যার বালাই । আমি ওর জন্যে একেবারে পাগল কিন? সরে এস । ( মদনবাবুর জামুতে মস্তক রাখিয়া শয়ন) জগা, ও জগা ! ঘুমিয়েছিস ? জগা—( নেপথ্যে ) ন! — নয়ন—বাবু এলে কেসে উঠিস । ( মদনের প্রতি ) জামাই। অনেকদিন গান শুনিনে । মদন—তা বলি কিন্তু— নয়ন—যদি তাড়াতে পারি। নানা আজ মাপ করবে, ওর মাগকে দেখাবে বলেছে, আজি ওদের বাড়ি যেতে হবে । মদন-বাবুর স্ত্রী বড় ভাল মানুষ। নয়ন—ভাল মন্দে কাজ নেই, দেখতে পেলেই হল। তুমি গান কর ।