পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Շ Հ মীর মশারফ হোসেন রচনাসংগ্ৰহ মদন-(নয়নতারার মুখের দিকে মাথা নওয়াইয়া মুখের নিকটে হস্ত নাড়িয়া গান ) কাওয়ালি । ( শ্বাশুডি গো ) মন-দুঃখ মনে রহিল। আশা না পুরিতে বুঝি প্রেমবাসা ভাঙ্গিল | পিরিতি কাননে, ভ্ৰমিব গোপনে । পাবে না সন্ধান কেউ, জানিবে না স্বপনে। মরি মরি এ কি দায়, মন যেন ডেকে কয়, আর কি ভাবিছ । প্রেমে বিবহ ঘটিল। নয়ন—( মদনৰাবুব বুকে সাহসস্থচক চপেটাঘাত করিয়া ) ভয় নাই । ধৈর্য্য ধর । ( জগার প্রবেশ ) জগা–বাৰু আসছে । নয়ন-( তাড়াতাড়ি উঠিয়া ) এখন সরে বস। ( রাধাকান্তবাবুর প্রবেশ ও জগার প্রস্থান ) রাধ—বড় শীত (কঁাপিতে কঁাপিতে) আজ বন্ড শীত । বেট রাস্তায় বড় জালাতন করে মেরেছে । শেষ না পেরে র্কাধে করে নিতে হয়েছিল। একা হলে পারতুম না, হঠাৎ গাঙ্গুলী ডাক্তাব সঙ্গে দেখা হল, সে আর আমি একত্রে কাধে করে নিয়ে একেবারে আডডীয় ফেলে দিয়েছি, শালা কঁধের উপরে দুবার বমি করে আমার গায়েব কোট নষ্ট করে ফেলেছে । ( কোট খুলিতে খুলিতে ) বেী ! এক গ্লাস ঢাল । নয়ন—এত কঁপনি উঠেছে কেন ? ( রাধাকান্তের হস্তে মদ্য দান ) রাধা—{ মদ্যপান করিয়া ) বাচা গেল, সাতখানা লেপ গায়ে দাও, যেখানে শিক পাবে সেইখানেই শীত সেঁদবে। আগুন জেলে দাও, গায়ের উপরকার চামই গরম হবে । মা সুরেশ্বরী পেটে পড়লে অন্তরে বাহিরে, ভিক্তরে উপরে যেন একেবারে বেলাতী কঙ্গলে মোড়ান হয়। ৰেী ! আর এক গ্লাস । নয়ন—এত ভাল নয়, পায়ে দড়ি পড়বে মদ্যপান ) রাধা—গলায় দড়ি পড়লে ছাডব না বাব (মন্ত লই পান ) বউ ; তবে অঙ্গ রাত্রেই দেখাশুনা হয়ে যাক । কেন অার অদেখা থাকে ।