পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? なVう নয়ন-আমি তোমার বাডি গিয়ে কি বেঁটা খাব ৷ ভোমার গিল্পী, আমার নামে কুকুর পোষেন। দেখলে কি আব অস্তি রাখবেন । বেঁটার বাডিতে তোমার, আমার হাড় চুর করে দেবেন। রাধা-চুর করতে আর হয় না, যদি হয়, তবে চুব হবে, না বেী। সে বড খাস লোক, গেলেই দেখবে । নয়ন—চল, এক যাত্রায় দুই ফল হবে । বাডি দেখাও হবে, ঘরেব গিল্পী ও । কিন্তু ভাই-জামাইকে সঙ্গে নিতে হবে । রধা—চল দাদা ! আমার বাডি, তোমাব বাডি, আমার ঘর তোমার ঘর । নয়ন --ও কথাটা আর বাকি বাখলেন কেন ? তোমার বউ, আমার ভালবাসা, তোমার ভালবাস । বাধ—বাধা হান কি ! চল দাদ । মদন —যে আজ্ঞা, আমি হাজিব । নয়ন—তবে যাত্রা করে নিই । [নয়নতারা-কর্তৃক সকলেব মদ্যপান ] রাধ। —তবলাটা নিই, গিন্নিকে এগারকি দেখব । বড় বেী । ন!চবে তো । মসন—অত বসিকতা ক’র না । মাগকে আব নাচ দেখিয়ে কাজ নেই, শেষে বেঁধে রাখা দায় হবে । আমার জালাতেই দিনরাত মাথা দিয়ে আগুন উঠছে । আবাব তার চোক কান ফুটিয়ে, অব কাজ নেই। এই আছ ভাল। সে ভদ্রলোকের মেয়ে, তাই তো টের পা ও না, আমব মত হলে তোমাব প্রাণ থাকত ন| } রাধ!—যাক, মদের বোতল আর মাসটা নিতে হবে । ( মদের গ্লাস লইয়া ) সকলেই আবার যাত্রা করি। (বাধাকাস্ত-কর্তৃক সকলেই মদ্যপান ) ( নয়নতারা-কর্তৃক গান ) সুর—আড়খেমটা । আজ আমি মালঞ্চেতে যাই— { আজ ] প্রেম যাচিবারে যাই। দেখি হারি কি হারাষ্ট, যা থাকে কপালে হবে, তাতে ক্ষতি নাই । আমার নয়নতারা, আমার নয়নতারা, বেলেছে যে এত দিন, [ আমি ] দেখিব তাহাই !