পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇ8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ভালবাসা জানা যাবে, কপটতা না রহিবে, প্রণয়ও পরীক্ষা হবে, ( আজ ) দেখিবে জামাই। সকলের প্রস্থান । দ্বিতীয় বঙ্গভূমি। রাধাকাস্তবাবুর বাড়ি, যুক্তকেশীব শয়নঘব। (মুক্তকেশী এবং রাইমণি আসীন) বই—ভূমি হয়ে এত সয়ে থাক। আমি হলে এত দিন যা মনে হত, তাই করতেন কpর মুখের দিকে চাইতেম না। কয়েদিব মত দুবেলা দুটা খাব, আব ননের আগুনে গুমরে মরব, একটি কথাও বলতে পাবব না । বল তো এত কার প্রাণে সয় ? আজকাল ঘবেব বেী হলেই যে চিবকাল মনের আগুনে জলেপুড়ে মরতে হবে, এত আব বিধাতা কপালে লিখে দেন নাই ? মুক্ত—বিধাতা যে লিখে দেন নাই, তাই বা কি কবে বুঝতে পারি, শতকের মধ্যে যখন একটাও খুজে পাইনে, তখন আর অদৃষ্টের দোষ না দিয়ে কার দোষ দেব ! রাই—শুধু অষ্টের দোষ দিলে হবে না, তোমার দোষ আছে! তুমি কি করে সয়ে থাক, আমি তা ভেবে উঠতে পাবি না। এত কি করে চোখে দেখে সওয়া যায় । মুক্ত— মলিন মুখে ] সৈ । আমার মনেব কড়া তো তোমার কাছে কিছুই চাপ। নাই । যখন যেভাবে রয়েছি তুমি সকলেই জান। আজকাল যে দুঃখে দিনবাত যাচ্ছে, তা না জানতে পাচ্ছ এমন নয়। এ কি হল ? এখন আর প্রাণে সয় না। আগে মাসাস্তবে দুই-একদিন দেখা পেতাম, কোন কোন দিনে হাসি তামাসা করে দুই-একটা কথা বলতেন। আমি ভাবতেম যে আমার— আমারই আছে, সময় সময় মুখখান দেখলেই আমার হল, সাধও মিটলো । যেমন চেয়েছি, তেমনি বিধি দিয়েছেন । সুখই কি আর দুঃখই কি ? এখন এমন হয়েছে, দেখাশুনার নাম নেই। আমি যে একজন তার বাড়িতে আছি, আমায় যে কখনও বিয়ে করেছিলেন, (ক্ৰন্দন ) এ তার মনে আছে কিন৷ সন্দেহ। চিরকাল আইবড় থাকতেম সেও ভাল ছিল, বিধবা হয়ে ঘরে রইতেম, তাতেও দুঃখ হত না, থেকে—নেই, আমার আমার নয়, আমি যার,