পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? ፭ ት বোতল বগলে, গ্লাস হস্তে মাতাল অবস্থায় নয়নতার এবং মদনবাবুৰ সহিত বাধীকাস্তেব প্রবেশ ] বাধা—[ নষনতারার প্রতি ] প্রিয়ে ! এই বিবিসাহেবের ঘর, ঐ আমার ঘরের লক্ষ্মী । মদনদাদ । ঐ আমার অঙ্কলক্ষ্মী, ঐ আমার মাথার মণি, ঐ আমার জাত-কুলমানরক্ষাকাবিণী, ঐ আমার মুখপানে চাহিনী, (যাত্রার স্বরে) ঐ বসে আছেন ! তোরা দেখ দেখ, দেখ একবার, চেয়ে দেখ । ( হস্ত দ্বারা দর্শন ) ঐ গগনেব চাদ আমার ঘরে, একবার চেয়ে দেখ । মুক্ত—পোড়া অদৃষ্টে আর কি আছে? পরমেশ্বর " এই দেখালে ? ( পলাইতে উদ্যত ) বধা— বোতল গ্লাস বাথিয়া মুক্তকেশীকে ধাবণ ] ভয় পেয়েছ ? গা কঁপিছে ঘে ? ভয নাই, ভয় নাই । চক্ষে জল পড়েছে ? ছি ছি! আমায় লজ্জা দিলে ? ছি লক্ষ্মী ! আমাক এয়াবে মজলিসে মাটি কল্পে । আমি এমন বসিক, এমন চতুব বাবা, আমার ঘরেব গিন্নী ভয়খেক ? মানুষ দেখে, কেঁপে কেঁদে ফেললে ? ছিছি। চেয়ে দেখ, দেখ তোমার জোড়া মিলিয়ে এনেছি। কেঠাকুব মেয়েমাতৃযেবে হাতী সাজিয়ে, ঘোড়া সাজিয়ে, মজা কবে চড়ে বেড়াতেন, আমি হাতি ঘোড করব না, তোমাদেব যুড়ি ষ্টেকে বেলাতী চক্করে ঘুর্বব, এইটি বড় সাধ আছে । ( মুক্তকেশীব হস্ত ধবিয়া উভয়ে উপবেশন ) আমব কোলে বস, না না আমার মাথায় বস, মান কবেছ ? সাজা কব, যা ইচ্ছে সাজা কব, মান ভাঙ্গুক। একটু মদ খাও দেখি, [ গ্রাস লইয়া মুখের নিকট ধাবণ ] সব বাগ মাটি হবে। তুমি জান না ? এতে রাগ মাটি হয । দ্বেষ, হিংস মন থেকে দু’শ হাত সবে যায়, একবাব খাও দেখি ? নয়ন—কিবে ডেকবা পোড়ারমুখ ! এই দেখাতে আমায এখানে নিয়ে এসেছিস ? আমি যাই, জামাই চল, আমার মাথা খাও, চল, মদনবাবুব গায়ে ধাক্কা দিয়ে ] চল, এখানে আর থাকব না । রাধা—তুই বাবা ঘরে যা । আমি এই ঘবে থাকি। নয়ন—{ ক্ৰন্দন করিতে করিতে ) তোর মনে এই ছিল, আমায় বাড়িতে এনে এত অপমান করলি, আমি এ প্রাণ রাখব না, আমি যাই, ( যাইতে উদ্যত