পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

なbr মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ এবং মদনবাবু কর্তৃক ধারণ ) জামাই, আমায় ধীর না। আমি আজ গলায় দড়ি দেব । ও বেহায়া পাজি মাগ নিয়ে মজা করুক। তুমি ছাড, গলায় দড়ি দেব । রাধা–( এস্তে মুক্তকেশীকে ছাডিয়া নয়নতারাকে ধারণ ) তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব । নয়ন--( বাধাকান্তকে পদাঘাত কবিয়া) তুই তোর মাগকে নিয়ে থাক । আমি তোব মুখ দেখবো না—আমি কখনও তোর মুখ দেখবো না । রাধা—( যোড়করে ) মাপ কর, আমি আব কখনও এ ঘরে আসব না, মুক্তকেশীব মুখ আব দেখব না। আমায মাপ কব । মুক্ত—জাত গেল। লোকে এ কথা শুনে মুখে চুনকালি দেবে। তুমি যেখানে ছিলে, সেইখানে থাকাই ভাল ছিল । এভাবে কেন আমার বাডিতে সৰ্ব্বনাশ করতে এয়েছ ? আর ঐ ভদ্রসস্তানকে সঙ্গে করে নিয়ে এসে কি এই দেখালে ! আব গোল ক’ব না, যেখান হতে এয়েছ, সেইখানে চলে যাও । নয়ন—দেখ পাজি ! কোন মুখে এখানে রয়েছিস । দুর দূর করে শেয়াল-কুকুরেব মতো তোকে তাড়াচ্ছে, তবু তোব লজ্জা হচ্ছে না ? রাধা—কার সাধ্য আমাকে তাড়াতে পাবে। যে বলবে আমি তার মাথা ভাঙব । ( তাড়াতাড়ি গ্লাস লইয়া ) এই বোতলেব বাড়িতে মাথা ভাঙব । { সজোরে মুক্তকেশীর দিকে গ্লাস নিক্ষেপ, গ্লাস মুক্তিকায় পতন ও ভগ্ন এবং কঁদিতে কঁাদিতে ] আমি মদ খাব কিসে ? আমার গ্লাস ভেঙে গেল, অ্যা অামাব গ্লাস দে । দে—দে— নয়ন—ভাল চাও, তবে বাড়ি চল, না হয় জুতিয়ে মাথা ভাঙব । মদন—(নয়নতারাব প্রতি ) তুই বেটি ভারী পাজি । ভদ্রলোকের বাড়ি এসে—এ কি ? যা, তোব বাবাকে নিয়ে যা ইচ্ছে কর, আমি বাড়ি যাই । নয়ন—ও দিকে যোগাড় হ’ল নাকি ? আমিই পাজি ! বেশ বললে। রাধা—মদনবাবু ! একটু দাড়াও, তোমায় মারে কে ? আমি আজ ঘর থেকে যাব না। মুক্তকেশীকে তাড়িয়ে নয়নতারাকে এই পালঙ্কে শুইয়ে—তুমি আমি খাড়া পাহারা দেব। "