পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У е е মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ জনের মন যোগায়, কতরকমের কথা ওর পেটে আছে, নিত্য নূতন কথা ওর মুখে, এক কথা কয়ে কি দু’শ কথা শুনবো । (ক্ৰন্দন করিতে করিতে ) সই ! এক ঘরের মেয়ে বলে, মা-বাপের কাছে বড় আদবে ছিলাম । ছোটবেলায় কত আবদার করেছি, কত জিনিসপত্র ভেঙ্গেচুরে ছাই কবেছি, কেউ আমায় দূর কথাটি বলে নাই । বলতে পারে নাই । সুখে থাকব আশাতেই বড়লোকের ঘরে বিয়ে হয়েছিল, আদেষ্টেব গুণে তার ফল তো চক্ষেই দেখলে ? বিধাতা যার বিমুখ তার হাতে সোনার টাকা তুলে দিলেও আদেষ্টগুণে তাম হয়, ভাল কথা বললে ও মন্দ হয়ে পড়ে । যা কপালে ছিল হয়ে গেল, এখন যাতে ভাল হয়, যাতে পোডারমুখের মুখ আর না দেখতে হয়, তারই সোজা পথ দেখিয়ে দাও ; আজ বেতে এই হল, আবাব কাল তাকে এই মুখ দেখাব ? আর কি আশায় থাকব ? দোধে দোরে যদি ভিক্ষে কবে খাই, সেও আমার ভাল, এখন এক উপাম কি ? যদি না পার, যদি উপায় না বলতে পার, তবে যাতে লোকালয়ে আব মুখ দেখাতে ন৷ হয়, তারই উপয করে দাও । আৰ যদি মুখ দেখাতেই হয়, তবে যাতে ওর মুখে চুনকালি পড়ে, দশজনে দেখে হাসে, ন হদ তাবষ্ট উপায় কবে দাও । স্বামী বলে যে তীব মুখপানে চেযে থাকবে, তাব কুলে খোটা হবে বলে যে কুল মজীতে পিছে হাটবো, তা মনেও কর না । জাত, কুল, মান, ধর্মের দিকে আর তাকাব না । কবি জন্তে ? যে আমাব হল নী, আমি তাব ইব কেন ? রাই—এখন পথে এস, যদি মন বেধে সাহসে ভর কবে দাডাতে পাব, তবে আর ভাবনা কি ? মুক্ত-কেন দাড়াব না ? এতদিন তে। দেখলেম, মেয়ে-পবানে যা সয় না, তা সয়েও মন যুগিয়ে চল্লেম, দেখি কি হয় ? আমার দায়, তার গাযেই বাধল না । তবে আর কেন ? পেটের সস্তানসস্ততি নাই যে, তারা লজ্জা পাবে। তবে মা-বাপেব যেমন কাজ তেমনি ফলভোগ করবেন, আমাব কি ?.. রাই—এত উতালা হচ্ছে কেন ? মন যখন ভেঙ্গে গেছে, তখন এর উপায় করে দিচ্ছি। আজ রাত্রে আর কি হবে ? আজ আমি বাড়ি যাই, কাল সকালে এসে যা হয় বলে দেব । আজকাব রাতটে কোন গতিকে সয়ে থাকতে হচ্ছে ।