পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? ده لا যুক্ত—সই ! তুমিও আজ ফেলে যাবে ? আমার মাথ। খাও, আজ এইখানে থাক। দুষ্ট সযে একত্র শুয়ে ‘এর উপায় কি ?’ আজই শুনব । কাল আসবে বলে গেছে, জাজই স্থির করা চাই । রাই–আচ্ছা, তবে চল । { উভয়ের প্রস্থান ] পটrহচপলু তৃতীয বঙ্গভূমি নযনতাবাব শযনঘৰ ( বাধাকান্ত এবং মদনবাবু আসীন ) মদন—ও কথা অব শুনি ন! ৷ একেবারে অধঃপাতে গেছেন । কাল রাত্রি যা করেছেন, তা বোধহয় কেউ কবতে পারে না । রাধা—( বায়ায় টোকা দিতে দিতে ঈষদ্ধাস্তে ) মুক্তকেশী কিছু ঘুম্বঘাস দিয়েছে? না গোপনে যেতে বলেছে ? বাবা ! শাশুড়ীর কথা যে একেবারে ভুলে গেলে ? মদন--আপনি যদি এভাবে কথাব উত্তর করেন, তবে চুপ কল্লেম। রাধা—তোমাব মতো নিমকহাবাম তো দুটি দেখা যায় না। যার খাও, যার নামে তরে যাও, যার ঘবে বসে দু’দ গু আমোদ কর, যে তোমায় এত ভালবাসে, এখনও যার ঘরে বসে বযেছ, তারই নিন্দ তোমাব মুখে ! তোমাব চক্ষে মুক্তকেশীকে ভাল লেগে থাকে, স্বচ্ছন্দে ঘরে নিয়ে এসে । না হয় ঘরে যাও । কেউ রোখবাব নাই, খোলা মহল দেদীব লোট ! মদন—আর কি বলবেন ? সকল দিকেই দেখতে হয়। চিরকালটা মদ খেয়ে রাড়ের বাড়ি পড়ে থাকবেন, ঘরের কথা মুখে আনবেন না। ছিছি ! কেউ কি মদ খায় না, না বেশ্ব রাখে না ? রাধা—রাখে বই কি, বল ? মদন—আমরা আর কি বলতে পারি। সাধবী সতী স্ত্রীকে অনায়াসে ছেড়ে দিলেন, নয়নতারা বারোজনের মন যোগায়, তার মাথাটা ছাড়তে পাল্লেন না ? রাধা—আমি তো আর হাবা ছেলে নই ষে ঐ কথায় পড়ে যাব । আমি ছেড়ে দেই আর তুমি গিয়ে দখল কর।