পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X e 8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ হ’ল স্বর্গেই তুললেন আবার মন হ’ল দশ হাত মাটিতেই ৰুসিয়ে দিলেন। পাগল মন । [ মদ এ টো করিয়া মদনবাবুর হস্তে দান ] বিস্তি কাবার করে তো জামাই। অামাব এটো যে খাবে, তার জন্যে স্বর্গের সিড়ি দিনরাত খোলা থাকবে । ( বেহালার এক দুই তিন সুরেব সহিত, জামাই আমার মাথা খাও, খাও মাথা খাও, খাও, দুই হস্ত উত্তোলন কবিয়া নৃত্যসমন্বযের ভঙ্গিব সহিত ) মদন—এক অঙ্গ বাকি থাকলে তাতেই যা হোক । শাশুড়ী, আমার হাতে ঢালো, নেই । নয়ন—ছু যে দিয়েছি । মদন—ছুলে কি হয় ? যাক, আবও দিন, আছে, [ মদ্যপান ) একটা গান মনে হয়েছে, বলবো ? নয়ন—নিয়ম ভাঙ্গ কেন ? জান তিনেতেই সব । তিন বার হোক । রাধা—তবে চালাই—( মদ ঢালিয়া পান ) নয়ন—আপন হাত জগন্নাথ ; আমি শালা কি চোব ? ( মদ ঢালিয়া পান ) মদন—[ ত্রস্তে বোতল গ্লাস লইয়া ] এবারে আমি [ মদ ঢালিয়া পান ) রাধা—[ ত্রস্তে বোতল গ্লাস লইয়। ] নিয়মরক্ষা তো হয়েছে। ফের বড়বউ [ মদ ঢালিযা নয়নতারার হস্তে দান ] নয়ন—বন্দিগী । [ মুসলমানি ধবনে মাথা নওয়াইয়া সেলাম করিয়া মদ্যপান ] মদন– ক্রস্তে গ্লাস লইয়। ] ফের বাজি বডবাবু মদ্য ঢালিয়া বাধাকাস্তবাবুর হস্তে দান ] রাধা—জিতা বা ও বাবা ! গুড হেল্থ বডবউ মদ্যপান ) নয়ন—আমি বুঝি ফাক যাব ? [ ত্রস্তে বোতল গ্লাস লইয়া ! ফের লাগ জামাই ( মদ ঢালিয়া মদনবাবুর হস্তে দান ) মদন—অল রাষ্টট, ঘণ্টা মাব (মদ্যপান ) গাড়ি উড়েছে। নয়ন—মদ ও উড়েছে । বোতলে ফু দিয়ে দুরে নিক্ষেপ ] রাধা—এখন আব কি ? নয়ন—যা ইচ্ছে । মদন—আপনাদেবই হোক । নয়ন—তাতে কম পাবে না, জামাই, বাজাও তো ( গানারম্ভ )