পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? X o & পিলু-জৎ নয়নেরই অক্ষরোধে যারে প্রাণ শুপিলাম (আমি ) সে আমার হলো না কেন ? ঐ খেদে মরিলাম অন্য আশা ছেড়ে দিয়ে তারি প্রেমে মজিলাম । তবু সে চাহে না আমায একি দায়ে ঠেকিলমি । প্রেমজরা লোকেরই মুখে এতদিন যা শুনিলাম । সাধেরই পিবিতে মজে স্বচক্ষে তা দেখিলাম | মদন—( তালের সহিত ) বাবা বেশ । বেশ ভেলকি । বাঃ শাশুড়ী । মনেব কথাই খুলে বলেছ । রাধা—[ গুন গুন করিয়া গান কবিতে চেষ্ট ] মদন-হু হু করলে চলে না । তান নানা কব, যা কর আর হবে না । এব উত্তব নাই বাবা । বাধা—মনে হয়, আবাব হয় না । মদন—তা বোঝা গেচে । বলুন আমি উত্তর কবি । নযন—আজি উত্তবে কাজ নেষ্ট । একটা কথা শোন ( কানে কানে প্রকাশ ) মদন—হাজিব আছি । নয়ন—ভুলো না । আমার মাথা খাও, এসে । বাধা—বড়বউ, আমার কানে একটা কথা বল । ( নিকটে যাইয। ) আমার কানে একটা মন্ত্র দেও ! নয়ন—যে মন্ত্র দিযেছি তাই তো আগে সেধে ওঠ। যত কথা আজই জানা বাবে । মদন—( গাত্ৰোখান করিয়া) গুডনাইট টু অল । আর থাকতে পারি না। এত রাত হয়েছে আজ আর কথা নেই। গিন্নি বঁাটা হাতে কবেই আছেন । ক ঘা যে খেতে হবে তা গিন্নীর হাত, আর আমার কপাল । ( নৃত্য করিতে কবিতে গান )

খেমটা কি বলে দাড়াব তাহারই কাছে ( ওলো সই ) ঘড়িতে ঢং ঢং বাজিয়া গেছে দশে দশ বাটার বাড়ি