পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:) oԵ- মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ( নগেন্দ্রবাবুকে সাদরে বসাইয়া উপবেশন ) নগে—বলিহাবি যাই, কবিতা বলতেও শিখেছ ? নয়ন –চিরকালই কি সমান থাকে ? নগে—ভাল আছ তো তুমি ? নয়ন—এতদিন পরে ‘তুমি’ ডাক শুনলেম সেও ভাল। সই, বন্ধু, ভালবাসা, বসকে, জননী, দিদি, শাশুড়ী, বডবউ, আবাব কেউ আদর করে নূতন যৌবন দেখেও বুডি বলে ভালবাসার ডাক ডাকে, তুমি সেই নূতন ডাক তুমি’ কথা বেব করে যে কত মজা কবেছ তা আর বলতে পারি না । যে শুনে সেই বলে লোকটা তো ভাবি রসিক কতজনে দেখতে চায় । নগে—দেখালেই পার । নয়ন—পাই কোথা । যখন মন চায় তখন পাই কোথ! ? আপনি হলেন বিচারকর্তা হাকিম, আপনাব বার পাওযা ও সোজা কথা নয়। এতদিন পবে যে মনে পড়েছে, সেও ভাল। নগে—এতদিন পবে কি ? গেছে - নিবাবেও তো এসেছি, ‘তুমি যে বাধাকান্ত বাবু পেয়েছ, তাতে কি তাব ক’ব দখল পাবাব কথা আছে ? নয়ন—ও পোড়ামুখোর কথা বলবেন না, মুখে আনবেন না। ওব নাম শুনলে আমার গায়ে আগুন জলে । দিন দুই এসেছিল, তাতেই কি একেবাবে তাব বাধা হযে পড়েছি, না তাব পিরীতে মজেছি ! বাটাখেক, না নথিখোর আমার বাড়ি বই আব চক্ষে দেখে না । ‘তুমি কি বলব, আজ ক'দিন হ’ল খডমপেটা করে একেবারে দুর্ব কবে তাড়িযে দিয়েছি, আব আসবে না। আমিও বাডি ঢুকতে দেব না । নগে—দেখা যাবে, ক’দিন ?— নয়ন—আব নয় । যাক, ও কথায় আর কাজ নেই । আজকাল দেখতে পাইনে কেন ? আমরা নাচতে জানিনে, গাইতে জানিনে, দেখতেও ভাল নয়, তাই বলে কি আর দেখা দিতে নেই । কালে বলে রণা করে কি আর দু’দও কাছে বসতে নাই ? নগে—দেখ ভাই, পরের চাকুরি কবি, চারদিক নজর রেখে চলতে হয়। তোমার বাড়িতে আসতে কি আমার ওজর আছে ? এত কাজ! দিনরাত খাটি তবু অবসর পাইনে।