পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব উপায় কি ? ) 9 సె নয়ন—কবে বা ভেকেই পাঠালেন ? তোমরা হুগলি কলেজের পড়ো, তোমাদের চালাকি আর বদমাইশিব কি অস্ত আছে ? নগে—হুগলি কলেজের দোষ দিও না । বড় কষ্টেব চাকুরি ! ঘোড়ায় চড়তে জানি না তিন ক্রোশ পথ এক দোমে হেঁটেছি। সাতরিয়ে গঙ্গা পার হয়েছি, উন্টে উণ্টে বাজি করেছি, দশ-বাব হাত উপরে বাদুরঝোলা ঝুলেছি। চাপছেড়ে থোয়েটেব কত বকুনি খেযেছি। ওব দাডিনাডা দেখলেই আমার গা কাপত । এখন বলতে হাসি পায়, দুঃখ ও হয়। টমসন ডাক্তারে কত কি ধরে, পরীক্ষা কবে ভাল শরীর বলে সার্টিফিকেট দিয়েছে। এত কাগুকারখানাব পর হুজুর ক্যাম্বেল বাহাদুব দয কবে সব-ডিপুটি খেতাব দিয়ে চাকুবি দিয়েচেন । নয়ন—বেশ হয়েছে। তুমি যে এখন থেতে পায় না তার উপায় কি ? চেলের দব বেড়েছে, এতে আর বাচবাব ভরসা নাই । এক পেট হলে ভিক্ষা করেই চালাতে পারতেম। নগে—ভয় কি ? রাধাকাস্তবাবুব এত টাকা থাবে কে ? নয়ন—আপনি বললে নাচার । যাকে দেখতে পাবিনে, যাকে ভালবাসিনে, ষার নামে দু’শ খেঙ্গরী, তারই কথা ! নগে—ন!, আর বলব না—আজি আমার বাসায চল । নয়ন—এত ভাগগ হবে ! নেপথ্যে—শাশুড়ী ! ও শাশুডা ! ঘুমিয়েছ ? নগে—কে ডাকে ? নয়ন—কি জানি । নগে—বেশ, শাশুড়ী বলে ডাকছে, চেন না ? নয়ন—আসলেই নেই, তার আবার শাশুড়ী । দ্বিতীয়বার নেপথ্যে—শাশুড়ী ! জেগে আছ কি ? নয়ন—শুধু শাশুড়ী বললে চলবে না, নাম বল । তৃতীয়বার নেপথ্যে—নাম বলতে লজ্জা করে । নয়ন—তবে জামাই ! সোজা পথ দেখ। শশুরঘরে । নগে—তোমার জানা লোক হয়, আর আমাকেও যদি না চেনে, তবে ডেকে আন । নয়ন—দুই গুণ একত্রে পাওয়া বড় দায় । দেখি—( দোরের নিকট যাইয়া হাস্ত