পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S e মীর মশাররফ হোসেন বচনাসংগ্ৰহ করিতে করিতে ) বেশ ! বেশ ! জামাই যে ! আরে কবে এলে ? এস এস. বাবা এস । মেয়ে ভাল আছে তো ? (মদমবাবুর সহিত নয়নতারার প্রবেশ এবং নগেন্দ্রবাবুর কাপড দিয়া নিজ মুখ আবরণ ) মদন—( নয়নতারার প্রতি ইঙ্গিতে জিজ্ঞাসা ) নয়ন—( কানে কানে প্রকাশ ) মদন—আর ঢাকবেন না, চিনেচি ৷ চাদের আলো কি কাপড়ে ঢাকা পড়ে ? আজ ধরা পড়েছেন । এ তো সিভিল সার্ভিস ক্লাস নয় যে নোবলিটিব সার্টি ফিয়কট না দিলে টোকবার জো নাই । এ কলিকাতার জাদুঘর। তাতেও রবিবার আর সকাল-বিকাল আছে । হুজুর, এ হাৰডার স্টেশন বললেও হয়, ময়ূবপন্থী বললেও হয়। পযসা দিলে অব কথা নেই। নগে—( কাপড় ফেলিয়া হাসিতে হাসিতে ) আমি আজ আপনাকেই দেখতে এসেছি। আপনাব ধৰ্ম্মজ্ঞান, জিতেন্দ্রিয় মবুকান্নার ধ্যান, তারই পরীক্ষা করতে এসেছি । মদন—হুজুর ! তবে ঠকেছি । নয়ন—জগা—ও জগ ! তামাক সেজে আন । আর সেখানে গিযেছিলে ? নেপথ্যে— ন!—- মদন—শাশুড়ী ! আজি যে ভাবি আংবামুখো দেখতে পাচ্ছি—মার ধর হেন ত্যান সীত সতেব, এ আবাব কি ? নান—চুপ কর, ব’ক না । ( তামাক লইয়া জগার প্রবেশ ) জগ—এদেব চক্ষে তো আজ ঘুম নেই। রাত ফরসা হয়ে এল, তবু ঘুমায় না। খাটতে খাটতে প্রাণটা গেল ! [ কলিকায় ফু দিয়ে নয়নতারার হস্তে হু কা দান ] মদন—কি জগন্নাথ ! মুখে যে খৈ ফুটচে। পেটে ভাত গিয়েছে তো ? জগা—নেও, তোমার আর সে কথা শুধিয়ে কাজ নেই । ( নগেন্দ্রবাবুর প্রতি ) বাবুমশাই, একখানা কাপড় দিতে হবে। শীতে আর বাচিনে। কঁাপিতে কঁাপিতে মরে গেলুম বাবুমশাই। মদন—তোর বড়বাবু দেবে ?