পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? Σ Σ Σι জগা—আর দিয়ে কাজ নেই। আপনার দিলে দশ জায়গায় দেখাব ৷ নগে—দশ জায়গায় দেখিয়ে আর কাজ নাই । আচ্ছা, পাবে। জগা—( গড হইয়া প্রণাম করিয়া প্রস্থান ) নগে—( নয়নতারার প্রতি ) এখন আর কি—যাই । নয়ন—যে আজ্ঞা— নগে—( গাত্ৰোখান করিয়া মদনবাবুব প্রতি ) মহাশয়, কিছু মনে কববেন না, চললেম । মদন—আপনি মহৎ ব্যক্তি । আমাদেব হাকিম, —নমস্কার । নগে—[ যাইতে যাইতে ] নমস্কার নমস্কাব । প্রস্থান ] নয়ন—জামাই ল’সো, আমি আসচি । মদন—কোথায় ? নয়ন—এই আসছি, তুমি একটু ব’সো, আমি আসচি-মাথা খাও, যেৎ না। [ প্রস্থান ] মদন—একবার ঝ্যাটা খেযে এসেছি, আবাব কোথা যাব ? (স্বগত ) বাবু লোভে পড়ে এত টাকা দিয়েও নয়নতারাব মন পান নেই। শক্তের কাছে কিছুই নয় । জগা, ও জগ’ । তামাক আন । নেপথ্যে—যাও মশাই । জগাকে আর ভুগিও না । মদন—শুনে যা না । কথা না শুনিস তোর মায়ের কাছে বলে দেব | ( জগার প্রবেশ ) জগা—ম কি আর আজ আসবে যে ব’লে দেবে ? মদন—সে যে এখনি আসবে ব’লে গেল ? জগা–তুমিও যেমন পাগল। আসবে বলে গেছে সেই কথায় ভুলে রয়েছ। আমাকে বলে গেছে, বড়বাবু এলে বলিস যে তোমারই খোজে বেরিয়েছে। মদন—ডিপুটিবাবুর বাসায় গেছে ? জগ—আমি ডিপুটিবাবু চিনিনে ; ঐ যে দাড়িমুখ হাকিম—তারই হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছে—তার সঙ্গে গেছে কিনা জানি না ।