পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X , ૨ মীর মশাবুবফ হোসেন রচনাসংগ্ৰহ মদন— গলে হাত দিয়া নিস্তব্ধ ) জগা—ভাব কি ? সে আজ আর আসবে না। মদন—কি পাজি । এদের একটি কথায় বিশ্বাস নাই। আমি কত দেশ পুডিয়ে এলেম । আমাকেও দেখি জবা কললে, আর কখনও না, এই নাকে কানে —আব কথন না—আর নী— ( রাগ-ভাবে প্রস্থান ) জগা—বয়ে গেলো, নযনতাবা তো আগব বঁচিবে না ? তাব—( প্রদীপ নিৰ্ব্বাণ কবিয প্রস্থান ) চতুর্থ রঙ্গভুমি বাধাকাস্তবাবুব বাডি, মুক্তকেশীব শয়নঘব । ( মুক্তকেশী ও অপবিচিত একজন পুরুষ আসীন ) পুর—তাতে আবে কি হবে ? মুক্ত—আর কি হবে ? য। কপালে ছিল তাই ইলে। এব বাড। আর কি হবে ? পুরু- বাবু এই পালঙ্কে শুতেন ? মুক্ত—মনে হয় না ? পুরু--(হাঁসিতে হাসিতে শযনেব চেষ্ট ) তবে সকলই নূতন । হলো ভাল। এস, তুমিও শোও । ( শয়ন । মুক্ত—( পালঙ্কেব পাশ্বে বসিয়৷ অধোবদনে চিন্তা ) পুরু—য কবতে হবে তাতে আবার ভাবনা কি ? দেখছ না, রাত অনেক হয়েছে। শোও । মুক্ত— শয়ন কবিতে কবিতে ) কপালে যা ছিল তাতো হলো দেখি ! ( পুরুষের বাম-পাশ্বে শয়ন এবং কিছুকাল পবে ছুরি-হস্তে বাধাকাস্তেব প্রবেশ ) বাধা— দোরে দাড়াইযা চুপে চুপে স্বগত ) ঘুমিয়েছে, না জেগে আছে ? [ মস্তক উত্তোলন করিয়া দৃষ্টি ) কৈ কোন সাড়া-শব্দ তো পাই না। জাগাব ? নয়নতারার মন যোগাতে ঘরের স্ত্রীকে—না—পারব না । ( একটু অগ্রসর ) নয়নতারার কথায় মারতে ইচ্ছে হয়েছিল, এখন এমন হলো কেন ? কি করি [ চিন্তা ) দূর দূব, ফিরে যাই ! ( প্রস্থান এবং ক্ষণকাল পবে পুনঃপ্রবেশ ] নয়নতারাকে তো আর পাব না । কিছু না করে শুধু শুধু ফিরে গেলে প্রাণের তারাকে তো আর পাব না? কে জানবে ? কেই বা বিশ্বাস কববে ?