পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব উপায় কি ? )〉V) মারবো–একেবাবেই কাজ নিকেশ করবে। মারবই—এক দিক তো ফবসা করে দেই। একবাব মুখখান দেখে নেই। জন্মেব মতো মুখখান দেখে নেই । চিবদুঃখিনীর মুখখান দেখে নেই। দেখব ? মুখ দেখে যদি মায়া হয় ? না, তা হবে না, মন বেঁধে একবাব বই—দুবাব তাকবি না । নিঃশব্দে অগ্রসর । এ কি ? পুরুষ ! মুক্তকেশীব বিছানায় পুরুষ। এ কি উপপতি ! মুক্তকেশীব উপপতি অবি ত সহ হয় না। আমার স্ত্রী ভ্ৰষ্টা— অম।ব স্ত্রী উপপতি নিসে শুলে, অমাব বিছানায় শুয়ে ! কি কবি । এ জাল, এ আগুন কিসে নিবাবণ কবি । যা অদৃষ্টে থাকে, দুটোকেই কটিব । এ প্রাণ থাকে অব যাম, দুজনকেই মববে। [ পোষভাবে চতুদিকে দৃষ্টি । কি আমি—এ কি আপ চক্ষে দেখা যায । [ হস্তস্থিত ছুরিকার দিকে দৃষ্টি কৰিম । এ ছুরিতে হবে না। দুটো মাথা একেবারে কাটবে না। পাঠকটা দ{থনা নিয়ে আসি ( ছবি ফেলিমা প্রস্তান, ক্ষণকাল পরে দুই হাতে দা উত্তোলন কবিস ক্রোধান্ধে প্রবেশ এবং উচ্চস্বরে ) মুক্তকেশী ! এই বুঝি লেব সত্ৰীপন ? ও বে ! ( দা’র আঘাত কবিতে উদ্যত এবং মুক্তকেশী ও পুরুষ ত্ৰস্তে শয্যা হইতে দুই পাশ্বে দুইজন দণ্ডায়মান ) উভযে—কব কি ? ( বাপকাস্তেব হস্তধাৰণ ) পুরু- বাধাকাস্তেব হস্ত হইতে দা কাডিয়া লইযা বোষে ) কি, এত নে? ভাল চা ও সরে যাও, প্রাণ বাচাতে চা ও—দুদিন কাল যদি নযনত বাব মন যোগাতে চা ও তবে সবে যা ও— বাধ–তুষ্ট কে বে বেটা ! জনিসনে এ কার ঘব ? তোব এত বড় মাথা ! আমণব ঘবে— মুক্ত— কেন ? তোমাব কি ? রাধা— কাপিতে কঁাপিতে ) হারামজাদি । আবার মুখ বাড়িয়ে কথা বলছিস । লোকের কাছে, আমার কাছে মিছেমিছি সতীপনা দেখিয়ে গোপনে গোপনে এই কাজ ? ও বে হারামজাদি । তোর এই কাজ ? মুক্ত—তাতে তোমার কি ? সাধা—আবার কথা ? কি বলব চেচিয়ে ঠকেছি, বাগে পাগল হয়ে সব নষ্ট করেছি, তা নইলে এতক্ষণ দুজনেই যমের বাড়ি দেখতে পেতি । তেবে অসাধ্য কি আছে বল তো ? এই তো খালি ঘর পেয়ে উপপতি নিয়ে মজা করিস। আর দেশস্থদ্ধ লোকের কাছে আমার নিন্দে করে বেড়াস। আজ কি হয় ? ক’দিন