পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 মীব মশাররফ হোসেন বচনাসংগ্ৰহ লুকাবি । আমি তোকে খুন কববো। তোর ভালবাসার বাবাকেও খুন করবে। যাবি কোথা ? ( পুরুষ-প্রতি আক্রোশে ) শালা। তুমি খালি ঘব পেয়ে আমব সৰ্ব্বনাশ করেছ। তোর মাথা কাটব । বাঞ্চৎ গরুখেক নেডে ! আমাক সৰ্ব্বনাশ কললি । ( ক্রোধে দড়ি ধরিতে অগ্রসর ) পুরু—সাবধান ! দ। দেখেছ? তোমাব মাথা কাটবো । বেহায্য ! বেল। আমব ঘব থেকে শীঘ্ৰ বের । আব জায়গা পাও নাই, এখানে মাতলামি করতে এসেছ ? বের বেটী—“খালি ঘব, খালি ঘব কবে বেটা তোলপাড় লাগিয়েছে । খালি ঘব কব কেন ? এক ফেলে যাও কেন ? বেটা নচ্ছার, বের । যা, তোব নয়নতাবাব ঘবে যা। এ ঘবে কেন ? আমি ইচ্ছে ক’বে আসি নাই, টীকা দিয়ে নিযে এযেছে। টাকা পেমে পবেব ঘলে আসতে দেস কি ? রাধা—( মূক্তকেশীকে মাধিতে উদ্যত ; পুবষকর্তৃক বাধা ) টাকা দিযে উপপতি এনে অমাব ঘবে— মুক্ত—কেন ? এত কেন ? তুমি টাকা দিয়ে বেশী। এনে অমাব ঘবে—আমি পাবিনে ? একবাত্রে দেখেই সচ্ছে না। খুন করতে চাচ্ছ । দুজনের মাথাই কাটতে চাচ্ছি। আমি যে চিরকাল দেখেছি, আমার মনে কিছুই হস না ? কিছুই বেদনা লাগে না ? বেশ করেছি, এতে তোমাব কি ? ধগই বা কেন ? কাটাকাটি মাঝামাবিই বা কেন ? রাধা—তোব যে ভারি সাহস ! ধব পবলি, তবু তোব কথাব রাধুনি গেল না । তবু তোব জোরেব কথা গেল না । বল তো, তোকে এত সাহস কে দিয়েছে ? মুক্ত—কাকেও দিতে হয় না । কেউ শেখাষ নাই । ভুগে ভুগে আপনিই শিখেছি। তুমিই তো এর গোডা। তবে আবাব এত কেন ? যেমন দেখিয়েছ তেমনই দেখ । দেখলে কি গা-জলি কলে ? রাধা—তুই কি একেবাবে লজ্জার মাথা থেযে বসেচিস, এতদিন তো তোর মুখে একটি কথাও শুনতে পাঠ নাই। হাতে হাতে ধরা পবলি, তবু তোর লজ্জা হয় না । তোব কি মরণ নাই ? মুক্ত—তোমার মরণ নেই ? কথা বাডলেই বাডে। শুনলেই শুনতে হয়, দেখলেই দেখতে হয়। আর গোল কর না, সোজা পথ আছে, চলে যাও । বেখ্যার জন্তে সব মজালে। আবাব কাল রাত্রে যা করেছে, তার উপরে কথা ?