পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব উপায কি ? > > Q ধিক তোমাব জীবনে ! ধিক তোমার মুখে । তুমি আগে করেছ, আমি না হয় পাছে কবেছি, আব পাছেই বা কি ? সইতে না পেরে তোমাব জালা— তোমাব দেীবাত্মি সইতে না পেবে মুখ ফুটে কান্দলেম, হাত-পা-ধললেম, কিছুই হলো না, কি কবি ! শেসে আব কোন উপায় না পেয়ে এই উপায় কবেছি । এখন তুমি তোমাব মতো থাক, আমি আমার মতো থাকি । [ পুরুষেব গাযে ধারা দিয়া | চল । রাধা—তুই কি হাতে হাতে প্রতিশোধ নিবি ? আমি যা কবেছি তুই ও তাই কববি ? মুক্ত—কেন কবব না ? তুমি আমি ভিন্ন কি ? আমার শরাব বুঝি বক্তমাংসেব নয় ? রাধা—এই কি তাব প্রতিশোধ ? মুক্ত—এক বকম অনেক দিন সয়ে, অস্তবে ঘা খেলে এই কবেছি। প্রতিশোধ নেষ্ট নাই । প্রতিফল ও দেখা ঠ নাই, এখন ও অনেক বাকি । রাধা—এব উপবে কি অব ও আছে ? মুক্ত—আছে বৈ কি ? হযেছে কি ? একদিনেই এত ! অনেক আছে, ক্রমে দেখ– বাধা—আরও দেখবি ? মুক্ত—দেখাবো । রাধা—আমি আজ বে ে যদি কিছু না পাবি, কাল তোকে দেখবো । মুক্ত—তুমিও দেখবে। আবও কতজনে দেখবে, কত কানেও শুনবে। ভালই ○i I বাধ—{ মাটিতে বসিয অধোবদনে মাথায হাত দিয়া চিন্তা ) মুক্ত— পুরুষেব কালে কানে প্রকাশ ) পুরু—ব্যস্ত কেন ? দেখ না । কেবল ঔষধ ধরেছে— বাধ!—(মাথা হেট কাব্য। কাতরস্ববে ) হা! আমি কি কবতে এসে, কি দেখলেম । যা কখনও ভাবি নাই তাই হলো । যা কখনও মনে কবি নাই, তাই দেখতে হলো ! নয়নতার গোপনে জানতে পেবে কি কৌশলে আমায় দেখতে পাঠিয়েছিল ? আমি কবেছি তাইতে করেছে । মন্দ কথা নয় । পাপে প্রায়শ্চিত্ত আছে । সুখস্তে দুঃখ আছে । তবে আব কেন ? বুঝেছি। ( ক্ষণকাল নিস্তব্ধ) আমার দোষ ? যথার্থ আমারই দোষ ।