পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ১৬ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ আমার দোষে এই হলো ? কি বলে মুক্তকেশীকে দোষী করব, সে পথে তো আমিই র্কাটা দিয়েছি । আমি নযনতাবার প্রণয়-ফাদে পড়ে সাধারণের একমাত্র লক্ষ্য হয়েছি । হায হয় । আমার সৰ্ব্বনাশ আমিই কবেছি, আপন পাযে আপনি কুডল মেবেছি । ( মুক্তকেশীব পুরুষেব সহিত ইঙ্গিতে কথাবাৰ্ত্তা ) কাকে কি বলবো—আপন মাথ। আপনিই খেয়েছি ; আপন স্ত্রীকে যতনে রাখলে কখনই এমন হতো না । এত তাচ্চল্য, এত অন্যায়, এত ঘৃণা না করলে কখনই এত হতো না । বধ কাস্তেব চক্ষু এতো দেখতে না । আমাবই দোষ, আমবি—আমিই মূল অব দুঃখ কি ? বেশ হযেছে। মুক্তকেশী বেশ কবেছে । (কন্দিতে কান্দিতে ) আমি বেশ্যাব মায়াস না তুললে মক্তকেশী কখনই আমাঘ তুললে না। আমি একদিন ভুলেও যদি তবে সুখেব পথে দ ডাতেম, তবে কি অব সে এ-পথে দাড়ায় ? আমি যদি তাব মনেব দুঃখ বুঝতে পেতেম তবে কি সে এ-পথে দাড়ায় ? আমি যদি তোকে ভালবাসতেম, তাম ! ভাল মুখে যদি দুটো কথাও বলতেম, তবে কি—[ ক্রনন ] মুক্ত— পুরুষের প্রতি ) আব কেন ? পুরু—একটু বাকি আছে। রাধা— কান্দিতে কান্দিতে ] আর সহ হয় না । ভগবান ! এই দেখালে ? মুক্ত—কেমন? লেগেছে ? রাধ–(কান্দিতে কান্দিতে ) অাব বলে না, তোমার পায ধবি আর আমায় কিছু বলে না। আমি বেশ বুঝেছি, বক্তমাংসেব শরীব, সকলেব পক্ষেই সমান। আর ঘা দিতে হবে না । মুক্ত—চিরকাল কেঁদেছি । এখন তোমার পালা । রাধা—[ ক্ৰন্দন করিতে করিতে ] আমি মিনতি করে বলছি অব ঘা দিও না, আর দগ্ধে মের না । অাব বলে না । আমি বি এখন যেমন হযেছে, তোমারও তেমনি হয়েছিল। তা আমি বেশ বুঝেছি। তাইতে কি এমন করে জাতকুল মজাতে হয় ? বল তো কি কবে মানুষের মধ্যে মুখ দেখাব । এ কথা কি আর ছাপা থাকবে ? শুনতে কি আর বাকী থাকবে ? হয় কাল, নয় দু-দিন পরে একেবারে ঢাকে-ঢোলে কাঠি বেজে উঠবে। কতজনে মুখের