পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? Y » ፃ উপরে কত প্রকারে বাড়িযে বলবে, তা তো এ প্রাণে সইবে না। পরের মুখে এ কথা শুনলে আমার মুখখান কেমন হবে বল তো ? মেয়ে-প্রাণে সকলি সয় । হাজার হলে কেহ কিছু বলে না। তোর সকলি বিপরীত । মুক্ত—না হবে কেন ? আমি চিরকালটা তোমাব পায়ে ধরে কত মিনতি করে বলেছি । এত কব না । বেশুব কথায় ঘবের স্ত্রীকে পা দিয়ে ঠেলে ফেলো না । দেখ, অনেকেই কবে, অনেকেই সযে থাকে, এমনতর কেউ নয়, এত কেউ নয়, স্বামী বই স্ত্রীর আব কে আছে ? সুখে, দুঃখে, বিপদে, সম্পদে আৰ কে আছে ? এত কব না, পাযে ধবে বলছি। এখন ও সাবধান হও, তোমাবই মন্দ হবে । অন্তরে ঘা লাগে ? রাধা—বেশ লাগে। আমি কেন, অনেকেরই লাগে। আগে ভুগিয়েছি, এখন ভুগছি। আমাব আব কোন কথা নাই । তোমাব যা ইচ্ছা তাই কর । দী-খান আমার হাতে দেও, আমি এ প্রাণ আর বাখব না। এ মুখ আব মানুষকে দেখাব না । কোন মুখে অব কোন কথাও আব শুনতে হবে না । মুক্তকেশী, তোমার পায় ধরি, দী-খানা আমায় দেও, [ কান্দিতে কান্দিতে ] আমি যা বলি তাই কব । অমাব অন্তবের জাল মিটিয়ে দেও ! অব অামাব সহ হয় না । আমি নয়নতাবাব কথযি তোমায কাটতে এসেছিলাম । তোমার মুখখানি দেখব বলে এগিযে দেখেই আমাব দিকবিদিক কিছুই জ্ঞান থাকল না, আমি কোথায় গিয়েছি, কি করেছি, কিছুই বুঝতে পাচ্ছিনে। আমার এ কি হলো ? তুমি দী-খান দেও, দেখ, তোমার সম্মুখেই আমি আত্মহত্য করছি । তোমাব প্রত্যয় না হয় তোমার উপপতিকে বলে একচোটে আমার মাথা দুইখ গু কবে সকল জালা মিটিয়ে দেও। প্রতিশোধ হোক । আজই প্রতিশোধ হোক দেখ, আমাব মরণেই তোমাদের মঙ্গল ও মুখের কারণ । মৃক্ত—(কান্দিতে কান্দিতে) আব সহ হয় না, আর থাকতে পারিনে। আমার অপরাধ হয়েছে। মাপ কব মেয়েমাহষ মেয়ে বুদ্ধি বলে মাপ কর। আজ তোমার মনে যে ভাব হয়েছে, আমি চিরকাল এইভাবে দুঃখের আগুনে জ্বলে পুড়ে খাক হয়েছি । সময়ে কত কথা মনে হয়েছে, কত কাজে মন গিয়েছে । গলায় দড়ি দিয়ে মরবো—তাও কতদিন মনে করেছি। বিষ খেয়ে মরবো, তারও যোগাড় করেছি। সময় সময় তোমার মুখখানি দেখব সেই