পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? Y Yo পুরুষ নই, আপনারই চির-ভালবাসার রাইমণি (কৃত্রিম পরিধান পরিত্যাগ ইত্যাদি ) । সইয়ের দুঃখ সইতে না পেরেই এই উপায় কবেছি। রাধা– সচকিতে) সই—মই—এ কি ! মুক্তকেশী, এ কি ? মুক্ত—(নিস্তব্ধ) রাই—( ঈষৎ ঘোমটা দিয়া ) আর কি ? মনে মনে যে সইয়ের মনের ভাব বুঝেছেন সেই ভাল ! রাধা—না জেনেই এতদূর হয়েছে। আব নয, সঙ্গ, আর নয়। আমার ঘাড়ের ভূত আজ নেমে গেছে। রাই—ও সই । এখন আর কথা কি ? ওভাবে বসে বইলে কেন ? শিখেছে। তো, ও সই ! শিখেছ তো, এর উপায কি ?’ আজকার মতে পালা শেষ করে চল ঘুমই গে । { সকলের প্রস্থান ] যব নিকা পতন