পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা S 8V. সা গোলাম বলিলেন : একথা অসম্ভব—অসম্ভব ! বাড়ি যেমনই হউক পৃথক হওয়ার কারণ কি ? নির্দিষ্ট করিয়া যখন লিখা, তখন কি আর কথা আছে! না, উহাতে কোন গোল উপস্থিত হইতে পারে ? ঘব থাক, পুষ্করিণী থাক, প্রাচীর থাক, বাগান থাক, হাজাব থাক সে বাডিব সকলি তাহাব । আর এই সাওতার বাড়িতে যাই থাক, সকলি অামাব শ্বশুবেব । দালানকোঠা আছে বলিয়াই কি ভাগ দিতে হইবে ? দেবীপ্রসাদ বলিলেন : দেওয়াই তো কথা—বিষয়সম্পত্তি-জমিদারি সকলি এখানে, পদমদী পৈতৃক স্থান বটে, কিন্তু ধরিতে গেলে সকলই এখানে । সে কেবল নামমাত্র বাডি। আমি বেশ জানি, যাহার ভাগে যে গ্রাম পডিয়াছে, বৃদ্ধ মীবসাহেব যাহাকে যাহা দিয়াছেন, তাহা তিনি অছিয়তনামায় নির্দিষ্টরূপে লিখিয দিয়াছেন। কেবল এই বাড়ি, আর এ বাডির মোতালকের অস্থাবর সম্পত্তি এজমালিতে বাখিয়া গিয়াছেন । অছিয়তনাম এবং অন্তান্ত দলিল মীরসাহেবের নিকট আছে, তাহা দেখিলেই আপনাব মনের ধানল ছুটিয়া যাইবে । সা গোলাম বলিলেন : অন্যান্য দলিল-দস্তাবেজ যে বাক্সে আছে সে বাক্সে অছিয়তনামা নাই। আমি তম তন্ন কবিয়া দেখিয়াছি । আপনি যে স্থানে থাকার কথা বলিযাছিলেন, সেখানেও নাই—আমি সন্ধান করিয়াছি । যেখানে আছে, তাহা জানিতেও পারিয়াছি। আমাদের সংসারে তাহার পক্ষে এখন একটি প্রাণিও নাই । মনে মনে সকলেই ফাক । দু-হাত ফাক । ফাক পেলে কেহই ছাড়িবে না । দু-একটি দাসী মাত্র তাহার স্বপক্ষে আছে। কিন্তু তাহাদেব কোন ক্ষমতা নাই । আমাদেরই সকল, আমরাই কৰ্ত্তা, আমরাই মালিক । আমি ইচ্ছা করিলে এই রাত্রেই একেবারে নিষ্কণ্টক হইতে পাবি । নির্বিববাদে স্বীয় সম্পত্তি লইয়া মুখে থাকিতে পারি, কিন্তু— দেবীপ্রসাদ বলিলেন : সে কি কথা ! ওসকল কথা কখনই মনে স্থান দিবেন ন। মুখেও আনিবেন না। লোকের কুপরামর্শে কখনই ভুলিবেন না। কোনরূপ অমাষিক কার্য্যে অগ্রসর হইবেন না। যাহা সহজে হইবে তাহার জন্য এত ব্যস্ত কি ? নখের আঁচড়ে ছিড়িয়া যাইবে, তাহার জন্য কামান পাতিবার দরকার কি ? স। গোলাম হাসিতে হাসিতে বলিলেন : ও কিছু নয়, ও কথাটা আমি তামাশা করে বলছি। বিবেচনা করুন, অছিয়তনামা যদি কোন কৌশলে হস্তগত করিতে পারি—তাহাতে যাহা লিখা আছে, তাহার কি আর অন্যথা হইতে পারে না ?