পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8७ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ বাঞ্জেলোক পাঠাইয়া খবর দিতেও সাহস হইল না । আমোদে বাধা দেয় কার সাধ্য ? দেবীপ্রসাদ ৰারান্দায় দাড়াইয়া রহিলেন। সা গোলাম দেবীপ্রসাদের সঙ্গে সঙ্গে বাটিতে আসিয়া, বৈঠকখানাঘরের দিকে যাইলেন না । মীরসাহেবের বিশ্বাসী খানসামা বিনোদের সহিত গোপনে গোপনে কি কথাবাৰ্ত্ত কহিতে লাগিলেন । এদিকে আমোদের ঢেউ খেলিতেছে। হাসির গররা, গানের তান, বাজনার বোলে হুলুস্কুল ব্যাপার বাধিয়া গিয়াছে। হঠাৎ সেতারের তার ছিড়িল, সঙ্গে সঙ্গেই যেন নর্তকীর পায়ের নূপুর খসিয়া পডিল। লয় বিহনে, বে-লয়ে, তাল কাটিয়া বাজনা বন্ধ হইল । বসীরুদিন মোসাহেবও গায়ক—তিনিও বাচিলেন । অজেকক্ষণ পর্য্যন্ত গলাবাজি করিয়াছেন, বাহিবে আসিবার নিতান্তই দবকার হইয়াছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া আবশ্বকীয় কার্যা সমাধা করিয়া ঘরে প্রবেশ করিতেই হঠাৎ দেবীপ্রসাদকে দেখিয়া থতমত খাইয়া দাড়াইলেন । দেবীপ্রসাদ বসীরুদিনের হস্ত ধরিয়া একটু দূবে লইয়া গিয়া চুপি চুপি মাজিষ্ট্রেটসাহেবের শালঘর মধুয়ার কুঠিতে গমনবিধয বলিযা দিলেন । বসীরুদিন উঠিতে পড়িতে মীরসাহেবের নিকট যাইযা চুপি চুপি সকল কথা শুনাইলেন । মীরসাহেব আমোদে ভঙ্গ দিয়া তখনি বাহিবে আসিলেন। মশাল, তৈল, মশালচি সংগ্ৰহ করিয়া দিতে দেবীপ্রসাদকে আদেশ করিলেন। এবং তখনি জানমামুদ, কদম, ফটিক, চাকরান, জমিভোগী ৱেহারাদিগের বাটিতে লোক ছুটিল। কারণ মাজিষ্টেটসাহেবের কুঠিতে পহুছিবার পূৰ্ব্বেষ্ট মীরসাহেব কুঠিতে যাইয়া মিসেস কেনীর সহিত সাক্ষাৎ করা উচিত মনে করিলেন । বসীরুদিন দেবীপ্রসাদকে দুইচক্ষে দেখিতে পারিতেন না। কারণ আমোদেআহলাদে, মনোমত কার্য্যে বাধা দিতে দেবীপ্রসাদেব হস্তই অগ্রে প্রসারিত হইত । বসিরুদিন মীরসাহেবের প্রধান মোসাহেব । নাচিতেন, গান করিতেন, পাশ৷ খেলিতেন। সং সাজিয়া রঙ মাখাইয়া—ঢং দেখাইতেও–লজ্জা বোধ করিতেন ন। এবং ইচ্ছা করিয়া নর্তকীদের মুখের মিষ্টি মিষ্টি বোল শুনিয়া সৌভাগ্য মনে করিতেন। তিনি যে একজন মহারসিক একথা তাহার মনে দৃঢ়বিশ্বাস ছিল। আর ছিল যে, কমলপদের কোমল আঘাতে শরীর পবিত্র না করিলে রসিকের পরীক্ষা হয় না, রসিকনামও জাকিয়া উঠে না। যেমন আগুনে নু পুড়িলে সোনার