পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ মীব মশার্বফ হোসেন রচনাসংগ্ৰহ হইবে, ধরা পড়িলেও পড়িতে পাবে। এই কারণে জামাইবাবু-চাবিদিক অন্ধকাক দেখিতে লাগিলেন । মনে মনে কত পীব, কত ফকিব, দববেশদিগের দবগায় নজর, সত্যপীরের সিন্নি, মাণিকপীরেব খাজা, বডপীবের মলিদা, মুস্কিল আসানেব রোজা, কত কি মানত কবিলেন । কিছুক্ষণ পরে মাঙ্গন দলিলেব বাক্স আনিয। মীবসাহেবেব সম্মুখে রাখিয়া দিল। জামাইবাবু বঁচিলেন, নিঃশ্বাস ফেলিয। পাচিলেন, গা দিয়া ঘাম ছুটিল, চিন্তা-বিকার ছাড়িয়া গেল, বক্ষা পাইলেন, ধবা পড়িলেন না । কেহ কিছু জানিতেও পাবিল না। সে বাক্সের কোন কথাই উঠিল না। দলিলেব বাক্স তবে অন্য বাক্স, তাহ! স্বচক্ষেই দেখিতেছেন । আব চিস্তা কি ? মীবসাহেব বাক্স খুলিয়া থাকেব নকসাটা দেবীপ্রসাদেব হাতে দিয়া, বাক্সসমেত দলিল জামাইবাবুর সম্মুখে বাথিয়া দিলেন । এবং বলিলেন— আপনি সমুদায় দেখিযা আপন হাতে বাথিয় দিন । জমিদারী সংক্রান্ত সমুদায় দলিল, ঐ বাক্সে আছে। বিনা পবিশ্রমে, বিনা যত্নে, বিনা কষ্টে, এবং অনাযাসে, জামাতবাবুব মনেব আশা পূর্ণ হইল । মীবসাহেবেব সরল ভাব, প্রেমপূর্ণ পবিত্র ভাব, সা গোলামেব পাপময় চিব-কলুসিত, হিংসাপূর্ণ অস্তবের দুষ্ট-দুবশি ও সম্পূর্ণরূপে পূর্ণ কবিয়। দিল । মীবসাহেব উঠিয়া যাইবার সময়, দেবীপ্রসাদকে ডাকিয। একটু গোপনভাবে চুপে চুপে বলিলেন, এখনই ৮০/৯০ জন লাঠিয়াল যোগাড় কবিয়া, মত শীঘ্র হয়, শালঘর মধুয়ার কুঠিতে পাঠঠিয়া দেও। বিশেষ দবকাপ—সাহেবেরও বিশেষ অতুবোধ । দ্বাদশ তবঙ্গ বিলাতী বুদ্ধি উভয়পক্ষেবই গুপ্ত সন্ধানী, চর অম্লচব, খবুবে,—সকলি আছে। সুন্দর পুরের খবর কুঠিতে আসিতেছে, কুঠির খবর সুন্দরপুরে যাইতেছে। সাধাবণের মনে বিশ্বাস, যে প্যারীসুন্দরী কিছুতেই কেনীকে ছাড়িবেন না । হাজার টাকা । কথার কথা—কেনীর মাথার মূল্য এখন হাজার টাকা। যে ঐ মাথা সুন্দরপুরে