পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা כ\9יצ লইয়া দিতে পারিবে, সেই ঐ টাকা পাইবে । মেমসাহেবকে চান-চাকরানীর জন্য। শাড়ী পরাইয়া, হাতে বাল দিয়া মনেব মত জবা করিবেন, দেশের লোককে দেখাইবেন । কিন্তু কেনীও কম পাত্র নহে, সেও প্যারীমুন্দরীকে কুঠিতে লইয়। যাইবাব যোগাড়ে আছে। কি কা গু ! ভযানক ব্যাপার । কার ভাগ্যে কি আছে কে বলিতে পারে ? —আপন কথাই আপন মুখে প্রায়-লোকের ঠিক থাকে না । —বিশেষ বাঙ্গালী । পবেব কথায়, কত কথাই যে, বাতাসেব আগে আগে দৌড়িয়া যাইতে থাকে তাহাব সীমা কর; কঠিন । বেল প্রায দুই প্রহব চাবটা । মিসেস কেনী এবং কেনী, উভয়ে দ্বিতল গৃহের উপরেব হলে, আজ বড়ই মিশমিশ, ঘেষাঘেধি । সম্মুখে শ্বেতপ্রস্তবের গোলাকার ক্ষুদ্র টেবিল—টেবিলের উপর টমলটপূর্ণ একসব্রিাণ্ডি । সোডাওয়াটাবে মিশ্রিত, এখনও গ্লাসেব নিম্নভাগ হইতে বুদবুদ উঠিতেছে, একসাব বঙ ক্রমশই ফিক। হইতেছে । কেনী, পাচরি কবিয়া বেড়াইতেছেন। দুই-তিনপাক ফিবিয়া একটু ব্রাণ্ডি মুখে দিতেছেন। কিন্তু মস্তক চিস্তাব কার্য ভুলে নাই। —কেনীব মস্তক এইক্ষণ বিশেষ একটি চিস্তায় বহিয়াছে । অবশু ই কোন কার্য উদ্ধবের জন্ত ই চিন্তাদেবীকে স্মরণ কবা হইয়াছে । ব্রাণ্ডিব টোকে টোকে, মনগত ভাবেব, উদয় হইতে শেষ পর্য্যস্ত ক্রমে কেনী, চিস্ত কবিসা ত হার দোষগুণ সমালোচনাব জন্তেই মস্তিষ্কের সহিত কাৰ্য্য-বিববর্ণেব আলোচনা হইতেছে। মনেব একাগ্রত, চিস্তাব বেগবৃদ্ধি, ভালমন্দ বিচাব, পবিণাম এই সকল বিষয বিশেষরূপে আলোচনাব জন্তু ই বোধহয় অল্পমাত্রাস, ব্রাণ্ডি সেবনে মন দিয়াছেন । কাবণ ব্রাণ্ডি যে মস্তকে যাহা পায়, তাহাই বৃদ্ধি করে। মিসেস কেনীও কিছু গবমেই আছেন। অন্য টেবিলে, শেরির বোতল খোলা বহিযাছে। —পিয়ানোর সহিত স্তব মিলাইয়া, স্বামী-সোহগিল, গান ধরিয়াছেন, আবশুক-মত শেবির স্বাদ লইয়া রমনীহৃদয় প্রফুল্ল করিতেছেন। স্বামী-স্ত্রী এককক্ষে—আনন্দময়ী মদিবা সম্মুখে । স্ত্রী-কণ্ঠে গীত । হস্তে বাদ্যযন্ত । সুরনজিত, এবং সুসজ্জিত দ্বিতলগৃহ। মুখ-সেবা-সামগ্ৰী, খাদ্যাদি প্রচুব—ভাণ্ডার পূর্ণ। —সুখের একশেষ । কিন্তু এ স্থখ-সময়ে বিলাতী দম্পতীব বদনমণ্ডল প্রফুল্লতার বিশেষ চিহ্ন দেখা যাইতেছে না। উভয়েই আমোদপ্রমোদে, মনের