পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YŠobr মীর মশারফ হোসেন রচনাসংগ্ৰহ প্যারীসুন্দরীর লাঠিযাল সুন্দরপুর হইতে রওযান হইয়াছে। ঢাল, সডকি, লাঠি ইত্যাদি গাড়ী বোঝাই করিয়া আনিতেছে । বহুতর লাঠিয়াল একত্রে আসিতেছে । সাহেবের সঙ্গে দেখা হইল না । কোন পরামর্শ ও কবিতে পারিলাম না । দিন-বুঝিয়াই সাহেবেব শরীব অসুখ হইযাছে, এখন উপায় কি ? মিসেস কেনী বলিলেন—“কুঠিতেও আমার অনেক লোক আছে, ভয় কি ৷” শন্তু বলিলেন,—“হুজুর ! কুঠিতে যে লোক আছে, তাহদেব দ্বারা কুঠি রক্ষা হইতে পারে না | পাবীগুন্দবী এবাবে বিশেষ যোগাড় করিয়াছে । আর একটি কথা, তাহারা শুধু কুঠি লুটপাট কবিয়া যাইবে না, তাহাদের মনেব ভাব ভাল নহে ।” মিসেস কেনী বলিলেন—“আব কি কলিবে ? আমাকে সুন্দবপুবে লইয়া যাইবে । ষে লোক আছে, তাহাতে যদি তোমাদের সাহস না হয়, আবও লোক সংগ্রহ কব । টাকাব্য কিনা হয় । দুষ্ট টাকার জায়গাস চরি টাকা খবচ করলে এই রাত্রেই কত লোক জুটিয়া যাইবে । যত পাব সংগ্ৰহ কব আমার হুকুম ।’’ শন্তু বলিলেন—“এত বারে লোক পাওয়াই তে কঠিন কথা ।” মিসেস কেনী বলিলেন—“তবে সাহেবকে কি বলিতে আসিয়াছ ? কোথা পাইবে ? সে কি কথা ? কুঠিব চারিদিকে আমাবই প্রজা—তাহাদিগকে বেশী কবিয়া টাকা দেও, অবশ্যত আসবে। যত লোক পাব, অনিয়া কুঠিব চাবিদিকে খাড়া করিয়া দেও । রাত-প্রভাত ন হু ওয়া পর্য্যস্ত থাডা পাহারা দিবে।’ শন্তু সাতাল সেলাম বাজাইয়া বিদায় লঙ্গলেন। মিসেস কেনী নিজকক্ষে প্রবেশ করিলেন । এদিকে সান্যাল মহাশয বাসাবাডিতে যাইয প্রধান কার্য্যকাবক হবনীথ মিশ্রীর সহিত পরামর্শ করিম লোক সংগ্রহেব জন্য লোক মোতাক্তন করিলেন । হুকুম পাইলে কি আর রক্ষা আছে ? “ঝাঁকড়া চুল” লাঠিয়ালের দুহাতে সেলাম কিয়া নিশীথ সময়ে গ্রামে গ্রমে লোক সংগ্ৰহ করিতে ছুটিল । উপস্থিত বিপদে আবশ্বকমতে সাহায্য করিবে এই আশ্রয়েই মিসেস কেনী নিকটস্থ প্রজাদিগকে আনিতে আদেশ ও রাত্রি-জাগরণে কষ্ট হইবে বলিয়। দ্বিগুণ পারিশ্রমিক দিতে আদেশ করিয়াছেন । 8ع"