পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকেব মনের কথা ১৬৯ স্বাৰ্থ-ই অনর্থের মূল, স্বাৰ্থ-ই তুর্দশার সোপান, জগতে স্বাৰ্থ-ই পতনের মূল কারণ—প্যারীসুন্দবী বলিয়াছেন, দেশেব লোকই দেশেব শক্র, দেশেব অনিষ্টকারী । কেনী বিলাত হইতে লোকজন সঙ্গে কবিয়া এদেশে আসেন নাই । দেশের লোকদিয়াই স্বদেশীয়ের সর্বস্বাস্ত কবিতেছেন । রাত্র জাগবণে প্রজার কষ্ট হইবে, সেদিকে ও মিসেস কেনৗব লক্ষ্য ছিল । থাকিযা কি হইবে ? কাৰ্যকৰ্ত্ত} বাঙ্গালী—অধীন চাকরগণ বাঙ্গালী, কিন্তু স্বার্থের দাস । দ্বিগুণ পাবিশ্রমিক দিয লোক সংগ্ৰহ কবাব আদেশ ! এখন দেশের লোকের হাতে পডিয়া নিরীহ প্রজাকুলের কি প্রকাবে দুর্দশা ঘটে—দেখন। লোক সংগ্রহকাবাবা দেলাম কিয) নিকটস্থ গ্রামে গ্রামে প্রবেশ কবিল । দে ওয়ানেব হুকুম কার সধ্য আর বাত্রে ঘরে থাকিতে পাবে ? নিদ্র ত্যাগ করিয়া, শয্যাত্যাগ করিয়া উঠিতে হইল । যে উঠিতে বিলঙ্গ কবিল, কি শরীব অসুস্থ— অম্লখ হেতু কুঠিব পাহাবায় যাইতে নাবাজ হইল, নহব ভাগে যাহা ছিল তাহা হইল। যন্ত্রণব দায়ে, প্রাণেব ভযে, অপমানের ত্রাসে অনেকেই দেওয়ানজীব প্রেবিত লাঠিয়ালেব সঙ্গি হইল। যাহাবা দুষ্ট চাবি আনা প্রণামী দিতে সমর্থ হইল, তাহাব। আব আসিল না । যাহাঙ্গেব পযস' দিবার শক্তি নাই, বাধ্য হইয়া যাহতে প্রস্তুত হইল। কুঠি রক্ষার্থে চলিল কাহাব ? যাহাদেব পেটে অন্ন নাই, সংসাবে কষ্টেব সীমা নাই । কোথায় যাইতে হস্তবে, কি কার্যা কবিতে হইবে, কেন টানিয়া লয, কেনই বা বিনাপরাধে লাথি, কিল, চড মাবে, সেকথা জিজ্ঞাসা কবিবার সাধ্য নাই । অনেকেই সাবাদিন নীল জমিব কবিকিদ কবিয়া বাডি আসিয়াছে। নিজেব জমি উপযুক্ত সমযে চাষ আবাদেব ক্ষমতা নাই । সময় বহিয। যাউক, বৌদ্রে পুডিয়া যাউক, জলে ডুবিয়া যাউক “জো” সরিযা যাউক, কণর সাধ্য নীলজমি ফেলিযা ধানের আবাদ করিতে পাবে । আগে নীল, পাছে ধান । কৃষকের জীবন উপায শস্ত বপনোপযোগী জমি প্রস্তুত কবিতে বিঘ্ন, বুনিতে বাধা, কব দিতে ও অক্ষম । কাজেই খাবাব সংস্থান অনেকেবই নাই । বাড়ি আসিয। কেহ অধিপেট: আহার কবিয়াই কুহকিনী-নিশার কুহকে পডিয়া মাতিয়াছে । কেহ অনাহাবেই মাটিতে শুইয়া পড়িয়ছে । অল্প পরিমাণ ক্ষুধা নিবারণ জন্য একমুঠো অন্ন ও অনেকের ভাগ্যে ঘটে নাই । যাহা ছিল, ছোট ছোট ছেলে-মেয়েগুলি দিনেরবেল নিরন্নে থাকিয়া সন্ধ্যার পূৰ্ব্বেই মায়ের অঞ্চল