পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

∶ ግ8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ বাপ দিয়া বীরত্বের শেষ, সাহসের শেষ, কার্য্যের শেয দেখাইয়া মহাতেজে কুঠি অভিমুখে আসিতে লাগিল । o কঠির সকলেই জাগিয়াছে। —মুচ্ছদী, দেওয়ান, নায়েব পেষকার, ইত্যাদি আমলাগণ, লাঠিয়ালগণেব হু-হুঙ্কাবে ভীষণ চীৎকারে জাগিয়াছেন, কুঠিব লাঠিয়ালেরাও প্রস্তুত হইয়া উত্তরদিকে প্রবেশদ্বাবে বীরদপে দণ্ডায়মান হইল । প্রায় শতাধিক লাঠিয়াল নদীব পূৰ্ব্বপারে দাডাক্টয়া জলস্থ শক্রদলের আগমনে বাধ৷ দিতে লাগিল । প্যারীসুন্দবীর কড়া-হুকুম । কার্য্য উদ্ধাব কবিতে পরিলে বিশেষ পুরস্কবি আছে । তাহারপর এক হাজাব টাকা অতিরিক্ত । যে সেইকাজ পরিবে, তাহার ভাগ্যেই হাজাব—সে হাজাব কাহাব ভাগো আছে তাহ কেহই জানে না। কিন্তু আশা আছে আমি পাইব । বে টাকা ! তোর অসাধ্য কিছুক্ত নাই । পবেব জন্য, পরেব প্রয়োজনীয় মাথার জন্য জলে ঝাপ, সম্মুখ-শক্রর অন্ত্রের মুখে বক্ষবিস্তাব, লাঠিবতলে মস্তকদান। রে টুকি ! তোর জন্যই কেনীর বিলাত পবিত্যাগ । তেবে জন্যই নীলের ব্যবসা । জমিদাবেব পালন । তোর জন্তত নিরীহ বঙ্গের প্রজাব প্রতি অত্যাচাব-পিশাচি ! BB BB BBB BB BBBB BB S BBBBBB BBBB SBBB S BBBBBB অবশ্যই হইবে । পরাজয় পক্ষেও তুমি ৷ জয় পক্ষে ও তুমি তোমােবই জম, জগতে তোমারই জয় ! প্যাবীসুন্দরীর পক্ষেব লোকের পূৰ্ব্বেহ স্থির পরামর্শ ছিল যে, পশ্চিম-দক্ষিণ উভয়দিক হইতেই কুঠি আক্রমন কবিবে। কবিল ও তাহাত । দক্ষিণদিকে গোপাল—গোপালেব দলের সহিত খুব চলিতেছে। স্বয়ং গোপাল সুশিক্ষিত। সঙ্গির ও বাছা বাছ । সহজে পরাস্ত হইবার নহে । লাঠি, সড়কি সমানভাবে চলিতেছে । পাণবীসুন্দরীব লাঠিযালেবা—একপাও অগ্রে বাডিতে পারিতেছে না। যেখানে বাধা সেইখানেই দণ্ডায়মান। এদিকে অর্থাৎ পশ্চিমদিকে ভিন্নপ্রকাব কর্ণ গু। একদল জলে বাপাইয়া ভিজা কাপড়ে ডাঙ্গায় উঠিতে অগ্রসর হইতেছে। অপরপক্ষে উপর হইতে লাঠিদ্বারা আঘাত করিবার চেষ্টা করিতেছে । একশত লোকে কি করিবে ? দক্ষিণে ফিরাইতে ফিরাইতে বামদিক হইতে অসংখ্য শক্রদল কেনীর লাঠিয়ালদিগকে