পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা S q(t ঘিরিয়া ফেলিল। এখন তাহাদের প্রাণ যায় । অাব কতক্ষণ—মাথা-ভাঙ্গা, প|ভাঙ্গা, মাজ-ভাঙ্গা, হাত-ভাঙ্গা, হইয়া পিঠ দেখাইল । লাঠি, সডকি ফেলিয়া কেনীর দ্বিতল শয়নকক্ষের দিকে ছুটিল । —ছুটিল তো ত্রাসে একেবাবেই ছুটিল। কে কোন পথে কোথায় পালাইল তাহাব খবর আবকে করে ? কিন্তু সেসময় সন্ধান করিলে বাবুরুচিখানায়, ঘোডার আস্তাবলে, নীল হাউজের মধ্যে, জাতঘরের জাতের নীচে অবশ্যই অনেককে পাওয়া যাইত। দেওযানজীর আদেশে আবাব বেশী পরিমাণ লাঠিয়াল, কুঠিব পশ্চিমে কালিগঙ্গা-তীবে ডাকে-ইকে বিক্রমে উপস্থিত হইয়া প্যারীসুন্দবীব লাঠিয়াল প্রতি লাঠি ঝাডিতে লাগিল । জল হইতে তাহারা আর ডাঙ্গায় না উঠিতে পাবে । কুঠি আক্রমণ করা দূবে থাকুক কুঠিব সীমায় পা ধরিতে না পাবে, তাহাবই চেষ্টা করিতে লাগিল । কার সাধা আজ প্যাবৗস্তন্দবীব লাঠিয়ালগণকে বাধা দেয় ? কার সাধ্য তাহাদের সম্মুখে দাড়ায় ? কালীগঙ্গাজলে—লাঠিযাল পূৰ্ব্বতীরে কেনীব লাঠিয়াল —পশ্চিমতীবে প্যাবীমন্দবীব লাঠিয়াল, ক্রমাগত আসিয়া জুটিতেছে। আব ডাক ভাঙ্গিয়া ‘আলী আলী’ শব্দ কবিতে কবিতে জল পড়িতেছে। কয়েকজনকে কা হাতে বাধা দিবে ? মাথা ফাটিল, জলে ডুবিল, হাবুডুবু খাইযা আবাব উঠিল। একদিক এইরূপ চলিতে লাগিল, কিন্তু বামদিক হইতে জল সঁতিরাইয়া ‘মার মাব’ শব্দে লাঠিয়ালগণ কেনীর লাঠিয়ালদিগকে ঘিবিয়া লাঠিবাজির প্রতিশোধ আৰম্ভ কবিল। কুঠির দক্ষিণদিকে ও খুব গোল । —পূৰ্ব্বেই বলা হইয়াছে প্যারীসুন্দবীর কতক লাঠিমাল দক্ষিণদিক হইতে আসিয়া পশ্চিম, পূৰ্ব্ব এই দুইদিক হইতে একে বারে আক্রমণ কবিবে ইচ্ছা ছিল । কিন্তু মীরসাহেব প্রেবিত লাঠিয়ালগণ দক্ষিণদিক রক্ষা করিতেছে, গোপাল স্বয়ং লাঠি ধবিযাছে। নদীতীবে এখন আব লাঠির ঠকাঠক শব্দ হইতেছে না। —কাবণ কুঠির লাঠিয়ালগণ বেগেছ দেখিয়া পিঠটান দিয়াছে। —আব কোন বাধা নাই। প্যারীসুন্দরীব কতক লাঠিয়াল 'মাব মীর’ শব্দে কেনীর শয়নঘবেব সম্মুখে আঙ্গিনায় আসিয়া কেনীর নাম ধবিযা বেজায় গালাগালি দিতে আবন্ত করিল। আয়, নামিয়া আয় ! দালানের মাঝে কপাট দিয়া কেন ? পুরুষ-বাচ্চ হও —বাহিরে এসো। দেখি একবার তোমাকে । আর তুমি মনে করো না যে দালানের কপাট এটে বাচতে পারবে । পঞ্চাশ-তোড়া টাকা ছড়াইয়া দিলেও,