পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা الاح الأ খুসির সীমা নাই। অছিয়তনাম যে বাক্সে ছিল, সে বাক্সটিও চুরি করিয়াছেন । কিন্তু স্বযোগ ও সময়াভাবে বান্ধটি খুলিয়া দেখিতে পারেন নাই। , এখন কি প্রকারে যথার্থ অছিয়তনামার লিখিত সৰ্ত্ত ও নির্দিষ্ট অংশ বদলাইয়া জাল অছিয়তনামা প্রস্তুত কবিবেন, এই চিন্তাই সা গোলামের মাথায় ঘুরিতে লাগিল। রাত্রে দেবীপ্রসাদের বাটিতে যাইবেন । অছিয়তনামার বাক্সটিও সঙ্গে করিয়৷ লইয়া দেবীপ্রসাদেৰ সম্মুখে খুলিয়া অছিয়তনামা হইতে কোন কোন কথা পবিবৰ্ত্তন করিয়া কি কি কথা বসাইতে হইবে তাহার পরামর্শ যুক্তি অদ্যই করিবেন। অছিয়তনামা দুরস্ত না হওয়া পর্যন্ত যেভাবে আছেন সেই ভাবেই থাকিবেন। কাৰ্য্য সিদ্ধি হইলে নিজমূৰ্ত্ত ধারণ করিবেন, ইহাও মনে মনে স্থির কবিয়াছেন। y r ক্রমে সন্ধ্য-ক্রমেই ঘোর অন্ধকার—রজনী সমাগতা। কাহাকে হাসাইতে কাহাকে কান্দাইতে রজনী সমাগত । সংসারী মাত্রই সংসারের কার্য্য হইতে অবসব লইয়া বিশ্রাম, আরাম, ঈশ্বরে মন-নিবেশ করিলেন । মীবসাহেবও সেতার, তবলা এবং প্রিয় মোসাহেব বসীরুদ্দিনকে লইযা গান বাদ্য, হাসি-তামাসায় মন দিলেন। সা গোলাম আহার কবিয়া সকালে সকালেই নিদ্রারভান করিয়া শয়ন গৃহে গমন কবিলেন । বাডিব অন্তলোক ক্রমে আহারাদি করিয়া আপন আপন নির্দিষ্ট বিশ্রামস্থানে চলিম গেলে—স! গোলাম উঠিলেন, এবং তাহার স্ত্রীকে বলিলেন যে, “আমি বিশেষ আবশ্যক জন্য বাহিবে যাইতেছি। আসিতে বিলম্ব হইবে।” সা গোলামের স্ত্রী পূৰ্ব্ব হইতেই স্বামীব চরিত্র বিশেষরূপে জানিতেন। কোন উত্তর করিলেন না । স! গোলাম বিশেষ গোপনে বাডি হইতে বাহির হইলেন। চুরি করা হাত বাক্সটিও সঙ্গে লইলেন। বাটির বাহির হইতেই হাচি, টিকটিকি সকলি পড়িয়া গেল। কিন্তু তিনি সেদিকে দৃকপাতও করিলেন না। মাথার চাদর জড়াইয়া, বাক্স বগলে দাবিয়া দেবীপ্রসাদের বাটিতে উপস্থিত হইলেন । দেবীপ্রসাদেব চবিত্র ভাল ছিল না । সে সময় কেন অতি বুদ্ধারস্থাতেও নিশাচরের ন্যায় বাহির হইয়া ঘুরিয়া বেড়াইতেন । সময়ে অনেক স্থানে ‘প্রহারেণ ধনঞ্জয়” সহ করিতে হইয়াছিল, তত্ৰাচ স্বভাবের পরিবর্তন হয় নাই । দেবীদিব্বি স্বাজগোজ কুরিয়া বাহির হইতেছেন, এমন সময় সা গোলামকে দেখিয়া মনে মনে বড়ই বিরক্ত হইলেন। এবং মায় জানাইয়া ভালবাসা দেখাইয়া বলিলেন:+ ·