পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা b^9 মুখেরভাব এবং আরুতিতে বোধ হইতে লাগিল ধে, তিনি এ জগতে নাই দেহটা যেন অকারণে পড়িয়া আছে। এক প্রকার সংজ্ঞাহীন—কত কষ্ট্রে, কত পরিশ্রমে, যে চুরি করিয়াছিলেন, তাহা তিনিই জানেন। এমন সাংঘাতিক বেদন তাহার জীবনে অনুভব করেন নাই । দেবীপ্রসাদ বলিলেন—“আর চিস্তা করিয়া কি করিবেন এবারেও ঠকিয়াছেন। সন্ধানী যথার্থ সন্ধান দিতে পারেন নাই।” “কিসে যে কি হইল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না। ইহার কারণ কি ? যে এই বাক্সের সন্ধান দিয়াছিল, সে মিছে বলিবার লোক নয় ।” “সন্ধানীর দোষ না হইতে পাবে, আপ- হ আন্ধারে ভুল করিয়াছেন । সোনা ধরিতে ছাই ধরিয়াছেন।” স। গোলাম অপ্রস্বতের একশেষ হইয়া মৃদুস্ববে বলিলেন, আপনার কথাই ঠিক হইল। বোধ হয় আমিই ভুল করিয়াছি। যাহাহউক রাত্রও অধিক হইয়াছে, আজকার মত বিদায় হই । এই বলিয়া স! গোলাম যতনের ধন বাক্সটি বগলে করিয়া উঠিলেন। দেবীপ্রসাদ ও বক্ষা পাইলেন । তাহার প্রাণে ভৰসার জল গড়াইতে লাগিল । সা -গোলামের প্রস্থান তাহাব গমন— সা গোলাম ভাবিতে ভাবিতে যাইতেছেন । সদর রাস্তায় আসিয়া দঁাড়াইলেন । নিকটেই গৌরীনদী, গৌরীর স্রোত অবিরত বেগে কুমারখালির দিকে যাইতেছে। নদীতটে দাড়াইয়। কত কি ভাবিতে লাগিলেন । বাক্সটি গোপনে লইয়া আসিয়াছি—আবার এ ভাঙ্গা-বক্স ফিরাইয়া লইয়া কি করিব। এই বলিয়৷ বাক্সটি গৌরীগর্ভে ফেলিয়া দিলেন এবং ভাবিতে ভাবিতে বাটি আসিয়া বিছানায় পড়িলেন । বালিসে মাথা দিলেন । মীবসাহেবের আমোদ তখনও শেষ হয় নাই। বসীরুদিন মাথায় পাগ বাধিয়া হাতে চামর ধরিয়া জারী আরম্ভ করিয়াছেন । চতুর্দশ তরঙ্গ মিসেস কেলীর বিলাত স্বাত্রা টি. আই. কেনী. মাগুরা হইতে আসিয়া কুঠির অবস্থা সমুদায় শুনিলেন। স্বারোগার লাস পাওয়া যায় নাই, তাহাতে বড়ই দুঃখিত হইলেন। মাজিষ্ট্রেট