পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏑa é মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ কুঠি হইতে আসিতেছে, বাটির নিকটেই জকির খুড়তুত ভাইয়ের সঙ্গে দেখা হইলতাহার নাম কি আমরা জানিতে পারি নাই, পূৰ্ব্বে এক বাড়িতেই ছিল, এক্ষণে সুন্দরপুর প্যারৗম্বন্দরীর এলাকায় বাড়ি করিয়াছে। জকি বহুদিনের পর ভাইকে পাইয়া খুব খুশি হইল। বাটিতে লইয়া গিয়া হাত, পা ধুইবার জল আনিয়া দিল । ভাল একটি মাদুর ও পরিস্কার একখানি কাথা ও একটি বালিশ আনিয়া বাহির বাটিরঘরে বিছানা করিয়া দিল । জকির বাটিতে ডাবা-হকার অভাব ছিল না। তামাক সাজিয়া একটা নিজে খাইতে খাইতে আসিল, আর একটি ভাইয়ের হাতে দিয়া দুই ভাইতে কথাবার্তা চলিল। অন্যান্য কৃষক হইতে জকির অবস্থার উন্নতির সহিত খাদ্যাখাদ্যেরও অনেক উন্নতি হইয়াছে। ঘরে খাদ্য-সামগ্রীর অভাব নাই সকল সময় খাজা, বাতাসা, চিড়ে, মুড়কি, গুড়, দুধ সকলি থাকিত। ঐ সকল জিনিসে ভাইকে জল খাওয়াইয়া সন্ধার পরেই ভাতের যোগাড় করা হইল । দুই ভাই একত্রে আহার করিয়া অনেক কথাবার্তাব পব, আগন্তুক ভ্রাতা প্রত্যুষেই বাড়ি যাইবে বলিয়া বিদায় হইয়া বহিল। দুইদিন পর জকি ছোট স্ত্রীকে বাটির কাজকর্মের কথা বলিয়া শেষে বলিল যে, আমি ভাইয়ের বাড়িতে সুন্দরপুর যাইতেছি । বাডির কাজকৰ্ম্ম দেখিয়া করিও। ভাইয়ের বাড়ি আজ যাইতেছি, দুই-এক দিন বিলম্ব হইতে পারে। এই কথা—ছাতা, লাঠি লইয়া রঙ্গিন গামছাখান কাধে করিয়া বাটির বাহির হইল। দুইদিন চলিয়া যায়, জকির খোজ খবর নাই। কুঠির ঘোড়া গরুর দানা বন্ধ। কারণ জকির হাতেই দানার ঘরের চাবি । জকির বাটি পর্যন্ত খোজ করা হইয়াছে। জকির সন্ধান পাওয়া যায় নাই । কুঠির লোকে জকির বাহিরবাটি হইতেই জিজ্ঞাসা করে। কেহ বাটির মধ্যে যাইয়া জিজ্ঞাসা করিতে সাহসী হয় না । সর্দার, পাইক, মুধ, বরকন্দাজ, প্রভৃতির অন্যান্ত বাজে চাকরের বাটির উপর জোর জবরানে চলাফেরা করে—জকির বাটির উপর গিয়া বড় করিয়া কথা কহিতে কাহারও সাহস হয় না। জকি বাটিতে নাই এ-স্থির করিয়া শেষে সাহেব পর্যন্ত খবর হইল যে, জকি বাড়িতে নাই । কোথায় গিয়াছে কেহ বলিতে পারে না। দুইদিন যায় কোন খবর নাই । গুদাম বন্ধ, দানা বাহির করার কোন উপায় নাই । ঘোড়া, গরু মারা পড়িল । * . . . . . টি. আই. কেনী, বলিলেন-জকি যেখানে গিয়াছে আমি জানি, গুদামের