পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা 》○ゞ・ চাবি বোধহয় তাহার বাড়িতেই বাথিয়া গিয়াছে । চাবি আনিয়া গুদাম খুলিয়া দেও । জকিকে জবা করিবার আশায় যাহার সাহেব পর্যন্ত এতলা দিয়াছিল তাহারা বড়ই অপ্রস্তুত হইল । পরদিন জকি বাটি আসিয়া বাটির কাজ কাম দেখিয়া কুঠিতে যাইয় আপন কর্তব্য কাৰ্য্য করিয়া আসিল। জকির বিরুদ্ধে সাহেবের নিকট কোন কথা কহিতে কেহই আর কোমদিন সাহসী হইল না । জকি তিন চারদিন বাটিতে থাকিয়া কোথায় চলিয়া যায়। সুন্দরপুর হইতে কুটুম্ব-স্বজনও প্রায়ই আসা যাওয়া করে। গোপনে গোপনে অনেক পরামর্শও হয় । এই সকল দেখিয়া ময়না ভারি চটিয়াছে । লোকজন চলিয়া গেলে মিষ্টি মিষ্টি রাগের সহিত বলিতে লাগিল। “এত ঘন ঘন ভায়ের বাডিতে যাওয়া ভাল হইতেছে না। মারা পড়িবে ।” তাহাতে জকি যে উত্তর করিল, তাহ শুনিয়া ময়না মাথা হেঁট করিয়: রহিল । ষোড়শ তরঙ্গ ভয়ানক বTTাধ রাত্র জাগরণেই হউক কি অন্য কোন অনিয়মেই হউক মীরসাহেব পীড়িত হইলেন । পীড়ার কয়েকদিন পূৰ্ব্বে রাত্রে দুগ্ধপান করিতে দুগ্ধের স্বাদ-বিস্বাদবোধে সে দুগ্ধ পান না করিরা ফেলিয়া দিয়াছিলেন । কিন্তু সেই হইতে শরীর অসুস্থ, ক্রমে জর, ভয়ানক জর—একেবারে চৈতন্তরহিত । মীবসাহেব বাহির দালানের কুঠিরীতে পড়িয়া ছটফট করিতেছেন। মাঙ্গন, বিনোদ বিশ্বাসী চাকর, তাহার নিকটে আসেন না। একমাত্র গরিবুল্লা ! যথাসাধ্য মনিবের সেবা-শুশ্রুষা করিতেছে। বাড়িপোরা লোকজন, কেহই তাহাব দিকে ফিরিরা তাকায় না। কি মনে করিয়া যে, মনিবের পীড়ার সময় সেবা-শুশ্ৰষা করিতে নারাজ, তাহা তাহারাই জানে। এক গরিবুল্লা কি করিবে ? বাটির অন্যান্য লোকজন স্বচ্ছন্দে “খানাপিনা” করিয়া বেড়াইয়া বেড়ায় । বাড়িতে সে একটি পীড়িত লোক আছে—সে কথা কাহারও মনে আছে ভাবে এরূপও বোধ হয় না। কেবল বসৗরুদিন সদা সৰ্ব্বদা দেখাশুনা করে। সা গোলাম বসৗরুদ্ধিনকে দুই চক্ষে দেখিতে পারে না। ৰসীরুদিনের দিকে নজর পড়িলেই মুখ ফিরাইয়া অন্যদিকে ঘুরিয়া বসেন। বাটির কর্তা-ব্যক্তির কুদৃষ্টি হইলে কয়দিন কে টিকিতে পারে? বিশেষ বসৗরুদিন যাহারু