পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"S ૨ মীর মশাররফ হোসেন বচনাসংগ্ৰহ সেই স্থানে অকস্মাৎ উপস্থিত হইলেন। কপিবর মহন্তের ন্যায় ধ্যানপরায়ণু হইয়া রহিয়াছে দেখিয়া তাহার বিস্ময় জন্মিল। অনন্তর হস্তস্থলিত জলকণ কপিতপস্বীর অঙ্গে নিক্ষিপ্ত হইল। তিনি সেই বারি স্পর্শে কদাকার মন্তৰ্য্যশরীর ধারণ পূর্বক তর্জন গর্জন করিয়া বলিলেন, কে রে পাপিষ্ঠ ! অকারণে আমার সমাধি ভঙ্গ করিলি ? মন্ত্রিপুত্র এক আশ্চৰ্য্য হইতে অপর আশ্চৰ্য্য ঘটনা অবলোকন করিয়৷ ক্ষণকাল নিস্তব্ধ হইয়া রহিলেন, অনন্তর যোগিববের পদানত হইয়া কাতরস্বরে বলিলেন, ভগবন ! আমি বিদেশী, অজ্ঞাতসাবে এই কুকৰ্ম্ম কবিয়ছি, আপনি রূপ। করিয়া ক্ষমা না করিলে উপায়াস্তর নাই । তপস্বী তাহার বিনয়বাক্যে সস্তুষ্ট হইয়া কহিলেন ভয়, নাই, অজ্ঞানরুত অপরাধ ক্ষম কবিলাম । মস্থিনন্দন আশ্বস্ত হইয়া সবিনয়ে তপস্বীকে অনেক স্তব কবিলেন । তাহাতে তিনি সদয় হইয়া বলিলেন, বৎস ! আমি তোমাকে বর প্রদান করিতেছি, তুমি জগদীশ্বরকে স্মরণ করিয়া, যে প্রকার শরীর ও প্রকৃতি ধাবণ কবিতে ইচ্ছা কবিবে, তৎক্ষণাৎ তাহাই হইবে । মন্ত্রিনন্দন এই বর প্রাপ্ত হইয়া, তপস্বীকে প্রণাম প্রদক্ষিণ পূর্বক গমনোন্মুখ হইলেন । তপস্বী তাহার ভ্রমণবৃত্তান্ত সমস্ত অবগত হইয়া বলিলেন, তুমি অন্য কয়েক দিকে ভ্রমণ করিও, কিন্তু কদাচ পশ্চিম প্রদেশে গমন কবিও না । তথায় অনিবাৰ্য্য বিপদের সম্ভাবনা আছে। মন্ত্রিপুত্রকে এই সমস্ত উপদেশ প্রদান করিয়া তপস্বী পুনর্বার সরোবরের পশ্বিস্ত ঘাটে অবগাহন করিয়া কপিকলেবর ধারণ করিয়া জগদীশ্বরের ধ্যানে মনঃসংযোগ করিলেন । মন্ত্রিনন্দন মুমন্ত, সরোবরের যে প্রান্তের জল স্পর্শে কপিরূপী তপস্বী মানবরূপ প্রাপ্ত হইয়াছিলেন এবং পুনৰ্ব্বfর যে প্রাস্তের জলে অবগাহন করিয়া কপিরূপ ধারণ করেন, তৎসমুদায নিরীক্ষণ করিয়া চমৎকৃত ও আনন্দিত হইলেন, এবং ঐ দুই স্থানের জল ভিন্ন ভিন্ন আধারে লইয়া তথা হইতে প্রস্তান করিলেন। গমন করিতে করিতে চিন্তা করিতে লাগিলেন, তপস্বী আমাকে পশ্চিম ভ্রমণ করিতে নিষেধ করিয়াছেন, বোধ হয়, তথায় কোন অদ্ভূত বস্তু থাকিতে পারে। তাহা দৰ্শন করা আবশ্বক। যদি নিতান্ত বিপদ ঘটে, তবে তপস্বী-দত্ত বরপ্রভাবে বুদ্ধির সহায়তায় অবশ্রাই পরিত্রাণ পাইব । এই চিন্তা করিয়! আগে পশ্চিম দিকেই চলিলেন । কিয়দর গমন করিয়া তপস্বী-দত্ত বর পরীক্ষার্থ অন্তকরণে ষোড়শী রূপসী দিব্যাঙ্গনার রূপ চিন্তা করিব মাত্র, তৎক্ষণাৎ তাহার শরীর তদ্রপ হইল। তদ্‌ষ্টে