পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ વ્ર ૨ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ একদিকে.স্বামী, অন্যদিকে ছরস্ত বাঘ ! বাঘ হা করিয়া ধরিতে আসিল, স্বামী রক্ষা না করিয়া, আরও বাঘের মুখে ধরিয়া দিল । আর বঁচি কি করিয়া, যাই কোথা-কে রক্ষা করে ? খোদায় আছেন জানি, তিনি সকলের রক্ষক তাও লোকের মুখেই শুনি ! সেও হতভাগিনীকে তো বৃক্ষা করিলেন না! আর শক্তি নাই—কথা কহিবাব আর শক্তি নাই। উহু । স্বামীর এই কাৰ্য্য ! জকির মুখ আর দেখিব না বলিয়া ময়নাব দুটি চক্ষু একেবাবে বন্ধ হইয়া গেল। ব্রজ এই তিনটি অস্ফুট কথা শুনিল মাত্র । নিৰ্দ্দয় স্বামী ! নিৰ্দ্দয় ইংরেজ ! মুখের কথা মুখেই রহিল। ময়নার প্রাণবায়ু কোনপথে কোথায় চলিয়া গেল ব্রজ তাহার কিছুই দেখিতে পাবিল না । নিববে কান্দা ভিন্ন ব্রজের আর কি ক্ষমতা আছে ? —কান্দিতে লাগিল । জকি সাহেবের নিকট পাড়ার অবস্থা জানাইতে গিয়াছিল, উৰ্দ্ধশ্বাসে দৌড়িয়া আসিয়া হাপাহঁতে ইশপাইতে বলিতে লাগিল, সৰ্ব্বনাশ হইয়াছে ! সাহেব কত দুঃখ করিতেছেন । আমাকে মারিতে তাড়া দিয়াছেন। আর পাছা থাবড়াইয়া বলিতেছেন “ও ম্যান—তুম ক্যা কিয়?” । ঔষধে জল দেই নাই, আর সমুদায় ঔষধ খাওয়াইয়াছি শুনিয় কেনী আঙ্গুল দাতে কাটিতেছেন। সাহেব মহাব্যস্ত হইয়াছেন । , এখন কেমন ? ময়নাব নাকে মুখে হাত দিয়া দেখিয়া জকি মাথায় ঘা মারিয়া মাটিতে বসিয়া পডিল। ব্রজের কান্না তখন একটু বাড়িল । প্রতিবেশিনীরা যে যেখানে ছিল ছুটাছুটি করিয়া ব্রজের কান্নার সহিত যোগদিয়া কান্দিতে কান্দিতে চক্ষের জলে নাকের জলে একাকার করিয়া ফেলিল। জকি প্রতিবেশীদের সাহায্যে ময়নার অস্ত্যেষ্টি-ক্রিয়ার যোগাড় করিয়া তাড়াতাড়ি ময়নার ঘরের জিনিস-পত্র বাক্স-পেটাবায় বন্ধ করিতে আরম্ভ করিল। অষ্টাদশ তরঙ্গ জন্মভুমি জন্মভূমি কাহার না আদরের ? উপমা-রহিত কাহার না ভাল বাসস্থান ? জন্মভূমির জন্য কে না লালায়িত ? বহুদিন পরে প্রবাসী দেশে আসিলে তার মনে কতই সুখ। আন ! মিসেস কেনীর মন কিরূপ তাহ জানিনা। বাঙ্গালার কালমুখের ভাব এবং খোলা বুকের ভিতরের খবর বুঝিয়া উঠাই দুঃসৃাধ্য। তাহাতে